বিহারের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়েও প্রথম থেকেই প্রশ্ন তুলেছে তৃণমূল-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। এদিন ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি হচ্ছে বলেই কেন্দ্রকে ফের ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা।
advertisement
মঙ্গলবার তিনি বলেন, ‘‘খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। অসম গুজরাট রাজস্থান দিল্লির শাসিত অঞ্চল। যারা ২০০৭-২০০৮ সালে গেছেন তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছে থানায় থানায় ঘোরাচ্ছে। আমি যাদের কথা বলেছি কাল, তাদের গতকালও থানায় থানায় ঘোরানো হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘লোকে ভুলে গিয়েছে? ১৫ লক্ষ টাকা করে দেব, ইলেকশন চলে গেলে নো পাত্তা, ইলেকশন চলে গেলে লোককে মারে। ভোটার লিস্টের কাজটা ভাল করে করবেন। BLO-দের বলবেন কাউকে হ্যারাস না করতে। UN বলেছিল ১৯ লক্ষ রোহিঙ্গা গোটা বিশ্বে, বাংলাদেশের ক্যাম্পে ৯ লক্ষ আছে। কোথা থেকে এল এত রোহিঙ্গা?’’