টিউশন থেকে বাড়ি ফেরার পথে প্রেমিকের সঙ্গে গল্প। তাতেই স্থানীয় ক্লাব সদস্যদের রোষে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার বজবজিয়ার একাদশ শ্রেণির ছাত্রী ও যুবক। সোমবার রাতে যুবক শঙ্কর মিশ্র ও ওই ছাত্রীকে একটি ঘরে আটকে রাখে স্থানীয় বালক সংঘের সদস্যরা। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। ডেকে আনা হয় অভিভাবকদেরও।
এরপর, সালিশি বসায় ক্লাব সদস্যরা। কালীপুজোর খরচের জন্য দুই পরিবারের থেকে মোট তিরিশ হাজার টাকা দাবি করে তারা। শেষ পর্যন্ত ৯ হাজার টাকা দিয়ে মুক্তি পায় আটক শঙ্কর ও ওই ছাত্রী। ঘটনার সময়, চাপ দিয়ে টাকা নেওয়ার প্রতিবাদ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যও। কিন্তু, তাঁকে হঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
শেষপর্যন্ত মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। অপমানেই ওই ছাত্রী আত্মঘাতী বলে পরিবারের অভিযোগ। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন মৃত ছাত্রীর মা-ও। ঘটনায় উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ। তবে ঘটনার পর আতঙ্কে এলাকা ছেড়েছেন প্রেমিক শঙ্কর ও তাঁর পরিবার।