পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের খাকুড়দা এলাকার কৃতি ছাত্রী নাসরিন সুলতানা মির। স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী সে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার প্রতি নেশা তার। তার শোওয়ার ঘর জুড়ে এঁকেছে নানা ছবি। শুধু তাই নয়, দেওয়ালের কোনায় কোনায় লাগানো নানা মোটিভেশনাল লেখা। সকাল থেকে উঠে প্রায় পাঁচ কিলোমিটার দৌঁড়ায় সে। এরপর এসে বাড়িতেই প্র্যাকটিস করে নিয়মিত। সম্প্রতি রাজ্য স্তরীয় প্রতিযোগিতায় মিলেছে সফলতা।
advertisement
প্রসঙ্গত, কুরাশ এক প্রকার বক্সিং জাতীয় খেলা। রয়েছে জীবনের ঝুঁকি। ছোট থেকেই তার শখ পেশাগতভাবে খেলতে চায় এই খেলা। ইতিমধ্যে সে ক্যারাটে, মিক্সড মার্শাল আর্ট-সহ একাধিক খেলাধুলায় পারদর্শী। প্রতিদিন নিজে থেকে চলে তার প্রস্তুতি। বেলদার বাসিন্দা শিবু ভৌমিকের থেকে সপ্তাহে প্রতিক্ষণ নেয় সে। পড়াশুনার পাশাপাশি তার এই একাগ্রতায় মিলেছে এই সাফল্য। খুশি পরিবারের সকলে।
ছোট্ট দোকান সামলে মেয়েকে ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে চায় তার বাবা। মেয়ের মধ্যে প্রতিদিন সাহস যুগিয়ে চলে তার পরিবার।মনে ভয় আছে, তবে সাহস নিয়ে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। তার সফলতায় খুশি সকলে।
রঞ্জন চন্দ