TRENDING:

Howrah Toto accident: বেপরোয়া টোটো, উল্টে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর! আগুন জ্বলল হাওড়ায়

Last Updated:

টোটোর ধাক্কায় ওই ছাত্রী রাস্তার উপরে ছিটকে পড়লে তার উপরই উল্টে যায় মাল বোঝাই ওই টোটো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমজুড়: অটোর দৌরাত্ম ছিলই৷ তার সঙ্গে এখন যুক্ত হয়েছে টোটোও৷ এবার হাওড়ায় বেপরোয়া টোটোর নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর৷
টোটোয় আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷
টোটোয় আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷
advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ে৷ ঘাতক টোটোতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী৷

আরও পড়ুন: সুগারের রোগীদের কি আঙুর খাওয়া উচিত, খেলেও কতটা? জানা না থাকলে বিপদ

এ দিন সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ভান্ডারদাহে৷ জানা গিয়েছে, নিহত ছাত্রীর নাম অর্পিতা সর্দার৷ এ দিন সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় একটি মালবোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই ছাত্রীকে ধাক্কা মারে৷

advertisement

টোটোর ধাক্কায় ওই ছাত্রী রাস্তার উপরে ছিটকে পড়লে তার উপরই উল্টে যায় মাল বোঝাই ওই টোটো৷ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে টোটোর নীচ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন৷ গুরুতর আহত অবস্থায় হাসপাাতালে নিয়ে গেলে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়৷

ছাত্রীর মৃত্যু সংবাদ আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ ঘাতক টোটোতে আঘুন ধরিয়ে দেওয়া হয়৷ ঘটনাস্থলে এসে অভিযুক্ত টোটো চালককে আটক করে ডোমজুড় থানার পুলিশ৷ ঘটনায় শোকের ছায়ায় নেমে এসেছে এলাকায়৷ দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Toto accident: বেপরোয়া টোটো, উল্টে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর! আগুন জ্বলল হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল