সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ৷ নবম শ্রেণীর ওই ছাত্রীর বাড়ি মল্লারপুরে ৷ তবে, পুরোনো বাড়ি থেকে কিছুটা দূরে আরও একটি বাড়ি ছিল তাদের ৷ গতকাল রাতে বিশেষ কাজে ওই বাড়িতেই যাচ্ছিল ওই ছাত্রী ৷ বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও বাড়ি না ফিরতে তার পরিবারের লোক চিন্তিত হয়ে পড়েন ৷ বাড়ির আশেপাশে খোঁজ করতে শুরু করেন তারা ৷ পরে ওই নতুন বাড়িতেই রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেন তার পরিবারের লোকজন ৷
advertisement
আরও পড়ুন: পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২
এরপর পুলিশে খবর দেয় তার পরিবারের লোকজন ৷ ওই ছাত্রীর পাশ থেকে একটি অ্যাসিডের বোতলও উদ্ধার করেছে পুলিশ ৷ পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে প্রথমে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার মৃতার পরিবার।
শুক্রবার রামপুরহাট মহকুমা হাসপাতালে মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় মঞ্জু লেট ও ছোটন লেট নামে দুজন প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ।