বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুর এলাকায় একটি মোটর সাইকেল স্পেয়ার পার্টসের দোকানে হানা দেয় একটি নামী মোবিল অয়েল কোম্পানির আধিকারিকরা। তাদের সঙ্গে ছিল নাদনঘাট থানা পুলিশও। দোকানের মালিক পিন্টু সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই দোকান থেকে নকল ইঞ্জিন অয়েল বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। দোকানের পাশাপাশি বাড়িতেও তল্লাশি চালানো হয়। বেশ কিছু ইঞ্জিন অয়েল বাজেয়াপ্ত করা হয়। পিন্টু সিংকেও আটক করে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ 'কালীপুজোয় মহাদুর্ভোগ, সজাগ থাকুন', ঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর
বাবাকে হেনস্থা করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে অপমানে আত্মঘাতী হয় নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলের ক্লাস টুয়েলভের মেধাবী ছাত্রী সৌমি সিং। সেই খবর পৌঁছতে পিন্টু সিংকে ছেড়ে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় হেমায়েতপুর মোড়ের কাছে মৃতের পরিবার পরিজনেরা পথ অবরোধে শামিল হয়।
আরও পড়ুনঃ তমলুকে ৩০ ফুটের কালী, আকর্ষণ তিনতলা বাড়ির সমান উঁচু প্রতিমা
মৃতের বাবা বলেন, আজ দুপুরে হঠাৎই একটি ইঞ্জিন অয়েল কোম্পানির লোকজন পুলিশ নিয়ে আসে। এখান থেকে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বিক্রি হচ্ছে এই অভিযোগে নাদনঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে এসে তারা বাড়িতে এসে তল্লাশি চালায়। আমাকে ধরে নিয়ে যায়। পাশাপাশি বেশ কিছু ইঞ্জিন অয়েল নিয়ে যায়।
বাবাকে হেনস্তা করতে দেখে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ক্লাস টুয়েলভের ওই মেধাবী ছাত্রী। এই ঘটনার জেরে হেমায়েত পুর মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চলে। মেয়ের মৃত্যুর পরই ওই ছাত্রীর বাবা ওই ইঞ্জিন অয়েল কোম্পানির লোকজন ও স্থানীয় এক দোকানদার তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
Saradindu Ghosh