বৃহস্পতিবার পতাকা টাঙানো নিয়ে তৃণমূল-বিজেপি বচসা হয়। বচসা চলাকালীন মৃত্যু হয় বিজেপিকর্মী সুশীল মণ্ডলের। বিজেপির অভিযোগ, ছুরি দিয়ে সুশীলকে খুন করেছে তৃণমূলকর্মীরা। শুক্রবার সুশীলের দেহ থানার গেটে রেখে বিক্ষোভ দেখান বিজেপিকর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার থানা ঘেরাও বিজেপির।
মূল অভিযুক্ত রাজকুমার ঘোষকে শুক্রবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। তার দুই সঙ্গী লক্ষ্মণ মণ্ডল ও জগন্নাথ ঘোষ এখনও পলাতক। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি।
advertisement
ভোটের ফল বেরোনোর দিন জয়পুরের হেটিয়া গ্রামে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে শাবলের ঘায়ে মাথা ফাটে বিজেপিকর্মী তন্ময় সাঁতরার। বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে জয়পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপিকর্মীরা। বিকেলে হেটিয়া গ্রামে নিয়ে যাওয়া হয় তন্ময় সাঁতরার দেহ।
আমডাঙার কুমারদুনি গ্রামে বৃহস্পতিবার বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়ি ও দোকান ভাঙচুর হয়। আহত বিজেপিকর্মী একরামুল মণ্ডল হাসপাতালে ভরতি বলেও দাবি বিজেপির। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বৃহস্পতিবার পিংলার ক্ষীরাইয়ে তৃণমূল পার্টি অফিস দখলের অভিযোগ। বিজেপিকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির বিজয়মিছিল চলাকালীন এই পার্টি অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পার্টি অফিসের জমি নিয়েও বচসায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
উত্তরবঙ্গেও পার্টি অফিস দখলের অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার রাতে মাটিগাড়ায় তাদের পার্টি অফিস দখল করেছে বিজেপি। এই ঘটনায় ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালেই কংগ্রেস নেতৃত্বকে পার্টি অফিসের চাবি ফেরত দেওয়া হয়।