আরও পড়ুন: দিনে দিনে সস্তা হচ্ছে বাংলাদেশের টাকা, জানেন ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের কত?
স্থানীয় সূত্রে খবর, বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল মৈত্রী ও প্রসেনজিতের। তাদের পাঁচ বছরের একটি ছোট্ট সন্তান রয়েছে। আজ বিকেলে ঘরের মধ্যে বসে খাওয়াদাওয়া করছিলেন স্ত্রী। সেই সময় এসে গুলি চালায় প্রসেনজিৎ। আহত মহিলাকে নিকটবর্তী কানাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে চরম দুর্যোগের পূর্বাভাস! আগামী দু’দিনে তছনছ হবে পাহাড় থেকে সমতল
শ্বশুর পরিমল বারুই বলেন, তারা বাড়িতে ভাত খাচ্ছিল, সেই সময় ছেলে প্রসেনজিৎ বাইরে বাথরুমের ভিতর থেকে কোন বন্দুক নিয়ে আসে। তার দাবি তার ছেলে জানতো না ওটা খেলনার বন্দুক না আসল বন্দুক। বন্দুক নিয়ে বউকে দেখানোর জন্যেই নিয়ে এসেছিল। হঠাৎই বাজি ফাটার মতন শব্দ পান তাঁরা। দৌড়ে ঘরে এসে দেখেন বউয়ের গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো খতিয়ে দেখছে পুলিশ।
