শুক্রবার দুপুরে মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া অঞ্চলের রাজাবাগান গ্রামের এক মহিলা মাঠে কাজ করছিলেন। সেই সময় তার পায়ে আচমকা সাপে কাটে। হইচই পড়ে যায় সর্বত্র। ঠিক ওই সময় রাস্তা দিয়েই পার হচ্ছিলেন সিভিক ভলেন্টিয়ার অপু কোটাল। তিনি জানতে পারেন অ্যাম্বুলেন্স আসতে বেশ খানিকটা দেরি রয়েছে। কিন্তু মহিলার অবস্থা অবনতি হচ্ছে। তা দেখে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তিনি নিজের ওই মহিলাকে বাইকে চাপিয়ে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
advertisement
বৃষ্টির মাঝে গ্রামের ভাঙাচোরা রাস্তাতেও থেমে যাননি তিনি। সমস্ত দুর্যোগ উপেক্ষা করে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান তিনি। সেখানেই চিকিৎসা করিয়ে সুস্থ হন ওই মহিলা। এ বিষয়ে অপু কোটাল বলেন,”তিনি পরিস্থিতি অবনতি হতে দেখে কোনও কিছুর পরোয়া না করে ওই মহিলাকে বাইকে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে ওই মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এমনভাবে তিনি আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াবেন”।
সাপে কামড়ানো আহত মহিলার জীবন রক্ষা করার জন্য রবিবার মানবাজার থানা থেকে সিভিক ভলেন্টিয়ার অপু কোটালকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।মানবাজার থানার ওসি সিভিক ভলেন্টিয়ার অপু কোটালের হাতে পুরস্কার তুলে দেন। এই পুরস্কার পেয়ে খুশি অপু কোটাল। তাকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহলবাসী।
শর্মিষ্ঠা ব্যানার্জি