TRENDING:

সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

চাকরির স্থায়িত্বের আশ্বাসই নয় এবার সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: চাকরির স্থায়িত্বের আশ্বাসই নয় এবার সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকে সিভিক পুলিশদের উদ্দেশ্যে এমনই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement

এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাল কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবলের স্থায়ী পদে নিয়োগ করা হবে ৷ এমনকি সিভিক পুলিশদের জন্য ১০% শূন্য কনস্টেবল পদ সংরক্ষণ করা হয়েছে ৷’

একইসঙ্গে সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছরের পর সরকারি সুবিধা দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘৬০ বছর বয়স হলে মিলবে সরকারি সাহায্য ৷’

advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বস্তি ফিরল রাজ্যে কর্মরত আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেন ৷

গতকালও ঝাড়গ্রামের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সিভিক ভলান্টিয়ার, আশাকর্মীদের আশ্বাস দিচ্ছি, ৬০ বছরের আগে কারও চাকরি যাবে না ৷’

advertisement

সিভিক ভলান্টিয়ারদের চাকরির সময়কাল নিয়ে আশঙ্কার মেঘ জমা হয়েছে ৷ নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে বিচারাধীন সিভিক ভলান্টিয়ার মামলা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে রেড রোডে খাদ্যসাথী অনুষ্ঠানের মঞ্চে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার, আশা কর্মী ও অস্থায়ী, কনট্রাক্টচুয়াল কর্মীদের কারোর ৬০ বছর পর্যন্ত চাকরি যাবে না ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল