এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাল কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবলের স্থায়ী পদে নিয়োগ করা হবে ৷ এমনকি সিভিক পুলিশদের জন্য ১০% শূন্য কনস্টেবল পদ সংরক্ষণ করা হয়েছে ৷’
একইসঙ্গে সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছরের পর সরকারি সুবিধা দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘৬০ বছর বয়স হলে মিলবে সরকারি সাহায্য ৷’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বস্তি ফিরল রাজ্যে কর্মরত আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেন ৷
গতকালও ঝাড়গ্রামের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সিভিক ভলান্টিয়ার, আশাকর্মীদের আশ্বাস দিচ্ছি, ৬০ বছরের আগে কারও চাকরি যাবে না ৷’
সিভিক ভলান্টিয়ারদের চাকরির সময়কাল নিয়ে আশঙ্কার মেঘ জমা হয়েছে ৷ নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে বিচারাধীন সিভিক ভলান্টিয়ার মামলা ৷
এর আগে রেড রোডে খাদ্যসাথী অনুষ্ঠানের মঞ্চে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার, আশা কর্মী ও অস্থায়ী, কনট্রাক্টচুয়াল কর্মীদের কারোর ৬০ বছর পর্যন্ত চাকরি যাবে না ৷