বনগাঁ থানার জোকার আমতলা এলাকা থেকে ২০ জুন রাতে একটি মোটর সাইকেল চুরি হয় ৷ পুলিশ বাইকটির সন্ধান চালালেও সেটির খোঁজ মেলেনি। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ তিন জন সিভিক পুলিশ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পেট্রোলিং ডিউটি করার সময় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়।
অত ভোরে এক যুবককে সন্দেহজনকভাবে বাইক চালিয়ে যেতে দেখে সন্দেহ জাগে সিভিক পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থামতে বলতেই ছেলেটি বাইক ফেলে দৌড়তে শুরু করে। তাকে তাড়া করতেই জলে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক ৷ তবুও হাল ছাড়েননি তিন জন সিভিক পুলিশ। জলে ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলে। ধৃতের নাম হাবিব মন্ডল, বয়স ২৮।
advertisement
আরও পড়ুন
রিজেন্ট পার্কে জল খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে ভাগ্নিকে ধর্ষণ, গ্রেফতার বাংলাদেশি আত্মীয়
অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পারে তার বাড়ি বনগাঁ থানার আষাঢ়ু রাউতারা এলাকায় ৷ হাবিব জেরায় বাইক চুরির কথা স্বীকার করে ৷ পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।