প্রভাব খাটিয়ে নিলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এইমসে চাকরি পেয়েছেন এই অভিযোগ ওঠে। লিখিত অভিযোগ পেয়ে সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। দু''দফায় নিলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদও করা হয়। আজ ফের বাঁকুড়ার কানকাটা এলাকায় নিলাদ্রি শেখর দানার বাড়িতে গিয়ে তাঁর মেয়ের জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
আরও পড়ুন: 'অভিযুক্তের বাড়িতে আপনার দলিল!' এবার দিলীপ ঘোষকে নিশানা খোদ মমতার! তুঙ্গে জল্পনা
advertisement
আরও পড়ুন: বাড়ির বাইরে জমায়েত নিষেধ, সিবিআই না হলেও হাই কোর্টে বড় 'জয়' শুভেন্দু অধিকারীর
যদিও এই ঘটনাকে রাজনৈতিক অভিসন্ধি বলেই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, ''এ ভাবে দমানো যাবে না। এজেন্সির হয়ে কাজ করতে হলে মুখ্যমন্ত্রীর পারমিশন লাগবে? প্রশ্ন বিধায়কের। প্রভাব যদি খাটাতাম কেন্দ্রীয় সরকারে রেলের একটা পারমানেন্ট চাকরি করত।'' দাবি নিলাদ্রি শেখর দানার।