TRENDING:

Hooghly News: হুগলির গোঘাটে প্রত্যন্ত গ্রামের এই গির্জার ব্রত মানবসেবা

Last Updated:

Hooghly News: বছরের বিভিন্ন সময় বিশেষ বিশেষ দিনগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশেপাশের গ্রামের বেশ কিছু মানুষ এই প্রার্থনা সভায় যোগ দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: হুগলির গোঘাটে প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল একটি চার্চ। মূলত এই গির্জা গড়ে ওঠার লক্ষ্য হল সাধারণ মানুষের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। গোঘাট-১ নম্বর ব্লকের মদিনা গ্রামের এই চার্চটির প্রধান ফটকে ‘মদিনা গ্রিক অর্থোডক্স চার্চ’ লেখা থাকলেও বর্তমানে গির্জা আসলে ‘হোলি আগিয়স্কেপি চার্চ’। জানা যায় প্রতি রবিবার এই চার্চে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় বিশেষ বিশেষ দিনগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশেপাশের গ্রামের বেশ কিছু মানুষ এই প্রার্থনা সভায় যোগ দেন।
advertisement

ফাদার ফিলিপ সুকুমার মণ্ডল জানান ১৯৮৮ সালে তিনি খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণ করেন। তারপর এলাকার আরও বেশ কিছু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ এলাকায় একটি চার্চ গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হন যদিও আর্থিক সমস্যা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এরপর ২০০০ সালে বিঘে খানেক জমি কেনা হয়, গড়ে ওঠে এই চার্চ। তারপর থেকে নিয়মিত এখানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার মানুষও প্রভু যিশুর উপর নিজেদেরকে সমর্পণ করার পথ খুঁজে পেয়েছেন। আর তা থেকেই সাধারণ মানুষের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন : দেখতে জিলিপি, খেতে মালপোয়া! সহজ রেসিপিতে বাড়িতেই বানান নেপালের এই সুস্বাদু রুটি

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গির্জার ফাদার জানালেন, তাঁদের ইচ্ছা রয়েছে, এই চার্চকে আরও বেশি করে মানবসেবার কাজে লাগাতে। এর জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা ইত্যাদির আয়োজন করার ইচ্ছা আছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলির গোঘাটে প্রত্যন্ত গ্রামের এই গির্জার ব্রত মানবসেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল