বড়দিনের আগে সেজে উঠেছে হুগলির শ্রীরামপুর। এবার ডেনিসনগরীতে ক্রিসমাসের আগে চলে এসেছেন স্বয়ং সান্তাক্লজ নিজেই। সঙ্গে নিয়ে এসেছিলেন তার আনন্দের ঝুলি। ঝুলি থেকে কেক লজেন্স বিস্কুট বার করে হাতে তুলে দিচ্ছেন ছোট ছোট খুদে পড়ুয়াদের। শ্রীরামপুর রাজবাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের একটি স্কুল, এবার সেই স্কুলেই এসে হাজির শিক্ষা কর্মাধ্যক্ষ। তবে তার বেশভূষা দেখে কাররই চেনা ও উপায় নেই। পরনে সান্টা ক্লজের লাল জামা। গালে সান্তা বুড়োর মতনই সাদা দাড়ি, মাথায় লাল টুপি! জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তখন একেবারে বাচ্চাদের কাছে সান্তাক্লজ।
advertisement
আরও পড়ুন: ১ টাকার নোটে কার ‘সই’ থাকে বলুন তো…? বেশিরভাগই জানেন ভুল! আপনি…?
এ বিষয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, প্রতি বছরের তিনি বড় দিনের আগে বাচ্চাদেরকে একটু বাড়তি আনন্দ প্রদানের জন্য পৌঁছে যান বিভিন্ন স্কুলে। মূলত বিশেষ চাহিদা বাচ্চাদের সম্পন্ন যে স্কুলগুলি রয়েছে সেখানে পৌঁছে বাচ্চাদের মধ্যে একটু আনন্দ বিতরণ করেন। এই বছর তিনি শ্রীরামপুরে এসে সেখানে বাচ্চাদেরকে বড় দিনের আগে তুলে দিলেন কেক,পেস্ট্রি, লজেন্স, বিস্কুট। যা পেয়ে খুশি খুদে পড়ুয়ার।
রাহী হালদার