শনিবার সন্ধ্যায় ভাঙড় এক নম্বর ব্লকের নলমুড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতাগামী একটি স্করপিও গাড়ি ও ঘটকপুকুরগামী একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে এলাকায় মুহূর্তে ছুটে আসেন স্থানীয়রা।
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। ইঞ্জিন ভ্যানের চালককে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম তোয়েব আলী মোল্লা। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
আরও পড়ুন: আধার, স্মার্টফোন, অফিস, সবেতেই এখন ‘ছাপ’! ছাপ এবার দুর্গাপুজোতেও! ভাবছেন হচ্ছেটা কী…
আর বারবার এইভাবে দুর্ঘটনা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এখন বাসন্তি হাইওয়ে যেন এলাকার বাসিন্দাদের কাছে সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা দাবি করছেন, বারবার এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা।