TRENDING:

Hooghly News: একই দামে বাজারে মিলছে চায়না আলো, কমছে মোমবাতির বাজার

Last Updated:

বর্তমানে নানা রকমের চায়না আলোর সঙ্গে দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে প্রদীপ ও মোমবাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দীপাবলি মানেই আলোক উৎসব। নানান রকমের আলোয় মানুষজন তাদের বাড়ি ঘরসাজিয়ে তোলেন দীপাবলীর সময়। একটা সময় বাড়িতে আলোকিত করে সাজিয়ে তোলার জন্য ব্যবহার করা হতো হয় মাটির প্রদীপ না হলে মোমবাতির আলো। বর্তমানে নানা রকমের চায়না আলোর সঙ্গে দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে প্রদীপ ও মোমবাতি। তবে এই বছর সুসজ্জিত মাটির প্রদীপের চাহিদা ফিরলেও সেভাবে ফেরেনি মোমবাতির চাহিদা।
advertisement

হুগলির ভদ্রেশ্বরে রয়েছে একটি মোমবাতির কারখানা। বিগত বছর পর্যন্ত এই মোমবাতি কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করতেন। এই ভোর তার সংখ্যা এসে দাড়িয়েছে মাত্র ৬ জনে। সারা বছর মোমবাতি তৈরি হলেও কালীপুজোর আগে বারে মোমবাতির চাহিদা। তবে এই বছর চাহিদা থাকলেও হওয়ার কারণে সেই পরিমাণ মোমবাতি প্রস্তুত করতে সমস্যায় পড়ছেন মোমবাতির কারিগররা।

advertisement

আরও পড়ুন: গাছের অপরাজিতা ফুল দিয়েই ঘরে বানান নীলকণ্ঠ চা! জানুন পদ্ধতি

শুধুমাত্র সাদা মোমবাতি নয় বিভিন্ন রঙিন মোমবাতি সুগন্ধি মোমবাতি এমনকি বৃহৎ আকৃতির সুবিশাল মোমবাতি তৈরি হয় এই কারখানায়। মোমকে গরম করে তার ডাইসের মধ্যে দিয়েতার মধ্যে সুতো দিয়ে তৈরি হয় মোমবাতি। একদিনে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মোমবাতি তৈরি করেন সব কারিগররা মিলে।

advertisement

View More

এই বিষয়ে কারখানার মালিক বলেন, বিগত বছরেও যে পরিমাণ মোমবাতির চাহিদা ছিল তা এই বছর অনেকটাই কমে গিয়েছে। কালারিং মোমবাতি, সুগন্ধি মোমবাতি বা বৃহৎ আকৃতির সুবিশাল মোমবাতি সবই তৈরি হচ্ছে তবে আগের থেকে কম।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: একই দামে বাজারে মিলছে চায়না আলো, কমছে মোমবাতির বাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল