TRENDING:

Chilli Man Viral: 'লঙ্কাকাণ্ড'! খিদের পেটে লঙ্কা খান ইনি, চোখে-মুখে লঙ্কাবাটা ডলেন; কেন? জানলে চমকে যাবেন

Last Updated:

Chilli Man Viral: তিন বছর বয়স থেকেই মুঠো মুঠো কাঁচা লঙ্কা অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন শেখর শিকদার। কিন্তু কেন এমন লঙ্কা খান ইনি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: এ কী কাণ্ড! মুঠো মুঠো লঙ্কা চিবিয়ে অনায়াসে খেয়ে ফেলছেন নদিয়ার এই ব্যক্তি। শুধু তাই নয় লঙ্কা বেটে সারা মুখ মেখে নিচ্ছেন তিনি। এই লঙ্কা চোখেমুখে ডলে দিলে নাকি তাঁর চোখের জ্যোতি বাড়ে, এমনটাই দাবি করছেন তিনি।
advertisement

রানাঘাট দু’নম্বর ব্লকের আইসমালি বেলেরহাটি পাড়ার বাসিন্দা শেখর শিকদার। ছোটবেলায় তিনি জন্মানোর পর আর পাঁচটা বাচ্চাদের মতো স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠছিলেন। তবে বছর দুয়েক যেতে না যেতেই তার মধ্যে যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তা জানতে পারে তাঁর পরিবার।

তিন বছর বয়স থেকেই মুঠো মুঠো কাঁচা লঙ্কা অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন তিনি। আর শুধু তাই নয়, ঝাল কাঁচালঙ্কা বেটে সেই লঙ্কা বাটা চোখে খে দিলে নাকি তাঁর চোখের জ্যোতি বাড়ে, এমনটাই দাবি শেখর বাবুর।

advertisement

আরও পড়ুন: প্রথম ছবিতে ৫০০ কোটির ব্যবসা, তারপর? থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সর চতুর’ ওমি এখন কী করেন জানেন?

View More

বাড়িঘরের অবস্থা খুব বেশি ভাল নয়, সামান্য যা রোজগার করে তাতে কোনও রকমে সংসার চলে যায় তাঁর। বাড়িতে বৃদ্ধ মা জানান, তিন বছর বয়স থেকেই শেখরবাবু এভাবেই অনায়াসে মুঠো মুঠো ঝাল কাঁচালঙ্কা খেয়ে আসছেন। প্রথমদিকে খানিকটা ভয় পেয়ে গেলেও পরবর্তীকালে তাঁরা বোঝেন, তাঁর মধ্যে সাধারণ মানুষের মতো লঙ্কা খেলে তাঁর ঝাল অনুভূতি হয় না।

advertisement

বাড়ির পাশেই রয়েছে এক মন্দির, সেই দেবতার আশীর্বাদেই নাকি তাঁর ছেলে এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন। শেখর বাবু দাবি করেন, সাধারণ মানুষ যে সমস্ত খাবার খান তার চেয়ে বরং কাঁচা লঙ্কাই তাঁর অত্যন্ত প্রিয় খাদ্য। তিন বেলা ভাত না খেয়ে প্রায় এক দিনেই দেড় কেজি কাঁচা লঙ্কায় তিনি অনায়াসেই ক্ষুধা নিবারণ করে থাকতে পারবেন।,

advertisement

আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা

শুধু তাই নয়, চোখে মুখে কাঁচা লঙ্কা বাটা মেখে রাখলে তাঁর চোখের জ্যোতি বাড়ে, যা সাধারণ মানুষ মাখলে তাঁদের চোখ নষ্ট হয়ে যাবে। পাড়া-প্রতিবেশীরা শেখরবাবুর এই অস্বাভাবিক ক্ষমতা দেখে অভিভূত। তবে ঐশ্বরিক ক্ষমতা নাকি এর চিকিৎসাবিজ্ঞানে রয়েছে কোনও ব্যাখ্যা তা অবশ্য জানা যায়নি।

advertisement

চিকিৎসক জয় বিশ্বাস জানান, ছোটবেলা থেকে এই অভ্যাসের ফলে শেখরবাবুর শরীরে ঝালের ‌যে অনুভুতি তাতে রেজিসট্যান্স অর্থাৎ সহনশীলতা এসেছে। তাই হয়তো লঙ্কায় ঝাল লাগে না তাঁর। এটা কোনও অলৌকিক ক্ষমতা নয়। এরকম অভ্যাস ‌যে কেউ করতে পারেন।তবে ‌যাই হোক না কেন আপাতত কাঁচা লঙ্কা খেয়েই ভাইরাল নদিয়ার শেখর শিকদার।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chilli Man Viral: 'লঙ্কাকাণ্ড'! খিদের পেটে লঙ্কা খান ইনি, চোখে-মুখে লঙ্কাবাটা ডলেন; কেন? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল