TRENDING:

Purulia News: মাটির সৃষ্টির সঙ্গে পর্যটনকে জুড়ে নজির পুরুলিয়ার

Last Updated:

লক্ষাধিক টাকা ব্যয় করে কটেজ নির্মাণ করা হচ্ছে যাতে মানুষ এখানে রাত্রিযাপনেরও সুবিধা পেতে পারে। মিনারেল ওয়াটারের ব্যবস্থাও করা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্য সরকারের আওতাধীন মাটির সৃষ্টি প্রকল্পে পুরুলিয়ায় তৈরি হচ্ছে একটি শিশু উদ্যান। যা রীতিমত নজর কাড়ছে অনেকেরই। পুরুলিয়ার হুড়া ব্লক ক্যাম্পাসের মধ্যেই গড়ে উঠেছে এই চিলড্রেন্স পার্ক। এখনও পর্যন্ত এই পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও সকাল-সন্ধে এখানে এলাকার শিশু, কিশোর-কিশোরীরা এসে খেলাধুলো করে। এমনকি বয়স্করাও এখানে সময় কাটাতে আসেন। একাধিক প্রকল্পকে নিয়ে এই পার্কটি তৈরি হচ্ছে।
advertisement

আরও পড়ুন: পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গীকার প্রাক্তনীদের

এই বিষয়ে হুড়ার বিডিও ধ্রুবাঙ্কুর ঠাকুর বলেন, মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় এই চিলড্রেন্স পার্ক তৈরি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই উদ্যানের দরজা না খুললেও এলাকার মানুষজনদের কথা ভেবে এই পার্ক আমরা জনসাধারণের উদ্দেশ্যে খুলে দিয়েছি। শিশুরা ছাড়াও বিভিন্ন বয়সের মানুষজনরা এখানে সময় কাটাতে আসেন। এই পার্কে বিভিন্ন ধরনের সুন্দর গাছ লাগানো হয়েছে, পুকুর কাটা হয়েছে এবং তার চারপাশে বসার ব্যবস্থাও রয়েছে। মন্দির নির্মাণ করা হয়েছে, একটি ফুড কোর্টেরও ব্যবস্থা করা হচ্ছে। লক্ষাধিক টাকা ব্যয় করে কটেজ নির্মাণ করা হচ্ছে যাতে মানুষ এখানে রাত্রিযাপনেরও সুবিধা পেতে পারে। মিনারেল ওয়াটারের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন পশু, পাখির মূর্তি। এক কথায় এটি পূর্ণাঙ্গ পার্কের মিনি পার্ক তৈরি করার প্রচেষ্টা করা হচ্ছে হুড়া ব্লকের এই পার্কে।

advertisement

করোনাকাল থেকে মাটি সৃষ্টি প্রকল্প শুরু হয় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মূলত পতিত, রুখা-শুখা জমিকে সবুজ করে গড়ে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পুরুলিয়া জেলা প্রশাসন এই প্রকল্পের সঙ্গে পর্যটনকে জুড়ে দেওয়ায় বনমহলের এই জেলায় এই প্রকল্পের গুরুত্বই অনেকটাই বেড়ে গিয়েছে। হুড়ার এই নির্মীয়মান চিলড্রেন পার্ক তার বড় উদাহরণ।

View More

আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হুড়া ব্লক প্রশাসন চাইছে পর্যটকদের মনে যেন দাগ কাটতে পারে এই পার্ক। এই পার্কের কাজ সম্পন্ন হলে পুরুলিয়া জেলা তথা পর্যটকদের কাছেও পছন্দের একটি জায়গা হয়ে উঠবে এই পার্ক তা আর বলার অপেক্ষা রাখছে না।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মাটির সৃষ্টির সঙ্গে পর্যটনকে জুড়ে নজির পুরুলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল