আরও পড়ুন: অন্যরকম বিয়ে! জয়নগর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী
নদিয়ার শান্তিপুরের এই শিশু উদ্যানের কোথাও রয়েছে জলা জঙ্গল, ছিঁড়ে পড়ছে দোলনা, খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে নাগর দোলার ঘোড়া। বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে এখন শিশু উদ্যানে যেতে ভয় পায় কচিকাঁচারা। এই বিপজ্জনক শিশু উদ্যানটি অবস্থিত শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কচিকাঁচাদের দাবি, পার্কে এখন আর খেলতে আসা হয় না। কারণ সবই তো ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, পাঁচ বছর আগে শিশু উদ্যান তৈরি হলেও গত তিন বছর ধরে ভগ্নদশা পরিস্থিতিতে পড়ে রয়েছে উদ্যানটি। জানিয়েছিলেন এলাকার কাউন্সিলরকে, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তাঁরা চাইছেন, শিশু উদ্যানটি নতুন করে যদি আবার সাজিয়ে তোলা হয় তাহলে শুধু ১৬ নম্বর ওয়ার্ড নয়, শান্তিপুরে বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসবে এই উদ্যানে। কারণ পাশেই রয়েছে ভাগীরথী নদী। গ্রীষ্মকালে নদীর হাওয়া খেতে অসংখ্য মানুষের আনাগোনা হয়। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এই উদ্যানটি প্রয়াত প্রাক্তন পুরপ্রধান অজয় দে তৈরি করেছিলেন। সবই ঠিকঠাক ছিল। তবে এখন উদ্যানটির পরিস্থিতি একটু খারাপ হয়ে রয়েছে। খুব তাড়াতাড়ি শিশু উদ্যানটির উন্নয়ন করা হবে এবং সাজিয়ে তোলা হবে। এখন দেখার কবে ওই শিশু উদ্যানটি ভগ্নপ্রায় দশা থেকে আবার ফিরে পায় নতুন প্রাণ!
মৈনাক দেবনাথ