TRENDING:

Bengali Video: শিশুদের জন্য পার্ক, তারাই আসতে ভয় পাচ্ছে!

Last Updated:

এই শিশু উদ্যানের কোথাও রয়েছে জলা জঙ্গল, ছিঁড়ে পড়ছে দোলনা, খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে নাগর দোলার ঘোড়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শিশুদের শিশু উদ্যান এখন পরিণত হয়েছে গরুর খাটালে। ভগ্নদশা পরিস্থিতি সহ বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে শিশু উদ্যানে যেতে ভয় পায় কচিকাঁচারা। প্রায় পাঁচ বছর আগে পুরসভার উদ্যোগে তৈরি হয়েছিল এই শিশু উদ্যানটি। এখন সেখানে যেতেই ভয় পায় শিশুরা।
advertisement

আরও পড়ুন: অন্যরকম বিয়ে! জয়নগর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী

নদিয়ার শান্তিপুরের এই শিশু উদ্যানের কোথাও রয়েছে জলা জঙ্গল, ছিঁড়ে পড়ছে দোলনা, খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে নাগর দোলার ঘোড়া। বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে এখন শিশু উদ্যানে যেতে ভয় পায় কচিকাঁচারা। এই বিপজ্জনক শিশু উদ্যানটি অবস্থিত শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কচিকাঁচাদের দাবি, পার্কে এখন আর খেলতে আসা হয় না। কারণ সবই তো ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, পাঁচ বছর আগে শিশু উদ্যান তৈরি হলেও গত তিন বছর ধরে ভগ্নদশা পরিস্থিতিতে পড়ে রয়েছে উদ্যানটি। জানিয়েছিলেন এলাকার কাউন্সিলরকে, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তাঁরা চাইছেন, শিশু উদ্যানটি নতুন করে যদি আবার সাজিয়ে তোলা হয় তাহলে শুধু ১৬ নম্বর ওয়ার্ড নয়, শান্তিপুরে বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসবে এই উদ্যানে। কারণ পাশেই রয়েছে ভাগীরথী নদী। গ্রীষ্মকালে নদীর হাওয়া খেতে অসংখ্য মানুষের আনাগোনা হয়। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এই উদ্যানটি প্রয়াত প্রাক্তন পুরপ্রধান অজয় দে তৈরি করেছিলেন। সবই ঠিকঠাক ছিল। তবে এখন উদ্যানটির পরিস্থিতি একটু খারাপ হয়ে রয়েছে। খুব তাড়াতাড়ি শিশু উদ্যানটির উন্নয়ন করা হবে এবং সাজিয়ে তোলা হবে। এখন দেখার কবে ওই শিশু উদ্যানটি ভগ্নপ্রায় দশা থেকে আবার ফিরে পায় নতুন প্রাণ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: শিশুদের জন্য পার্ক, তারাই আসতে ভয় পাচ্ছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল