Bengali News: অন্যরকম বিয়ে! জয়নগর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পিছিয়ে পড়া পরিবারের দম্পতিদের বিবাহবন্ধনে আবদ্ধ করে ওই সংস্থাটির ঘোষণা, আগামী দিনে এই সংখ্যাটাকে বাড়িয়েই ১০০-তে নিয়ে যেতে চান
দক্ষিণ ২৪ পরগনা: এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল জয়নগর। এখানে একসঙ্গে মুসলিম সম্প্রদায়ের ২০ জনের গণবিবাহ সম্পন্ন হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।
আরও পড়ুন: গ্রামীণ প্রতিভার বিকাশে অন্যরকম ভাবনা
পিছিয়ে পড়া পরিবারের দম্পতিদের বিবাহবন্ধনে আবদ্ধ করে ওই সংস্থাটির ঘোষণা, আগামী দিনে এই সংখ্যাটাকে বাড়িয়েই ১০০-তে নিয়ে যেতে চান তাঁরা। জয়নগর থানার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের কামারিয়ার দুই বোনের হাট এলাকায় এই গণ বিবাহের আসর বসে। ইসলাম ধর্মীয় রীতি মেনে এখানে বিবাহ হয়। জয়নগর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অনাথ ছেলে-মেয়েদের একত্রিত করে এই সংস্থা বিবাহ দেয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
শুধুই যে বিয়ে দিয়ে দেওয়া তা নয়। গরিব পরিবারের নব দম্পতিরা সংসার জীবন শুরু করে যাতে সমস্যায় না পড়ে তারও ব্যবস্থাও করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। তাই উপহার হিসেবে নব দম্পতিদের হাতে প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নার সরঞ্জাম সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের তালিকায় ছিল খাট, বিছানা, আলমারি, হাঁড়ি, কড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্ত কিছু। গোটা উদ্যোগে খুশি নবদম্পতিরা। এদিনের এই বিবাহ অনুষ্ঠানে রীতিমত নিমন্ত্রিত হয়ে প্রায় দুহাজার মানুষ দুপুরের আহার সারেন। সকলে নবদম্পতিদের আশীর্বাদ করেছেন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2024 6:14 PM IST







