আরও পড়ুন: বিনা পয়সার চিকিৎসকই ভরসা, সুন্দরবনবাসীর সহায় ডাক্তার ফারুক
এদিন উত্তর ২৪ পরগনার হাবড়ার কাশীপুর এলাকায় উৎসাহের ফেরিওয়ালার তরফে এমনই এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল। ছোট ছোট স্কুল পড়ুয়া শিল্পীরা শিখলেন কিভাবে তৈরি করতে হয় কাগজের ব্যাগ, আর তাতেই মনের মতো রংয়ের রাঙিয়ে তাকে করে তোলা যায় আকর্ষণীয়। প্রয়াত শিল্পী সমরজিৎ বিশ্বাস চাইতেন হাবড়ার কুমড়ো কাশিপুরের নতুন প্রজন্ম যেন বেড়ে ওঠে শিল্পের পরিবেশ নিয়ে। বাবার সেই ইচ্ছাকে মান্যতা দিতেই আজ ছেলে শুভ্রজিৎ শুধু চিত্রশিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করেছে তাই নন, এলাকার ছোট ছোট কচিকাচাদের মনেও শিল্প সৃষ্টির বীজ বপন করছেন। প্রতিবছরই শিল্পী সমরজিৎ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে শিল্পের কর্মশালার মাধ্যমে তাঁকে স্মরণ করতে উদ্যোগ নেন শুভ্রজিত ও উৎসাহের ফেরিওয়ালার সকল সদস্যরা।
advertisement
আরও পড়ুন: রান্নায় অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছেন? সহজ উপায়ে ঝট-পট কমিয়ে ফেলুন! জানুন
এদিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৬০ জন নানা বয়সের শিল্পীরা। এত অল্প বয়সে সন্তানদের শিল্পের চেতনাতে উদ্বুদ্ধ করা এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে সাধারণ পথ চলতি বহু মানুষও। ছোট থেকে শিল্পভাবনার বোধ তৈরি হলে, নতুন প্রজন্ম হবে সৃষ্টিশীল বলেও আশা এক অভিভাবকের। নিজে হাতে কাগজের ব্যাগ বানিয়ে তার উপর ছবি আঁকতে পেরে খুশি ছোট ছোট শিল্পীরাও। পাশাপাশি এই কর্মশালার মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হল।
Rudra Narayan Roy





