TRENDING:

North 24 Parganas News: কিভাবে তৈরি করা যায় আকর্ষণীয় কাগজের ব্যাগ, দেখল কচিকাঁচারা

Last Updated:

পরিবেশ সচেতনতার লক্ষ্যে কিভাবে তৈরি করা যায় আকর্ষণীয় কাগজের ব্যাগ, দেখল কচিকাঁচারা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ইতিমধ্যেই পরিবেশ সচেতনতার লক্ষ্যে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হয়েছে সর্বত্র। তাই এর বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা বাড়ছে কাগজের ব্যাগের। নানা জিনিস কেনাকাটির ক্ষেত্রে দোকান থেকে কাগজের ব্যাগ-ই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর সেই কাগজের ব্যাগকেই যে সুন্দর রূপে ফুটিয়ে তোলা যায়, তা ই করে দেখালেন একদল কচিকাঁচারা। নানা রংঙে শিল্পের ছোঁয়ায় সাধারণ কাগজের ব্যাগ ও যে কিভাবে হয়ে উঠতে পারে আকর্ষণীয়, তা এ দিন কর্মশালার মাধ্যমে হাতে-কলমে শিখল ক্ষুদে শিল্পীরা। অনেকের কাছেই যা অপ্রয়োজয়নীয় কিংম্বা আবর্জনা মনে হতে পারে, একজন শিল্পীর কাছে সেটাই হয়ে উঠতে পারে শিল্প সৃষ্টির ক্যানভাস। আর এমন দৃষ্টিভঙ্গি ছোট ছোট খুদে পড়ুয়াদের মধ্যে তুলে ধরতে চেয়েছেন চিত্রশিল্পী শুভ্রজিৎ বিশ্বাস।
advertisement

আরও পড়ুন: বিনা পয়সার চিকিৎসক‌ই ভরসা, সুন্দরবনবাসীর সহায় ডাক্তার ফারুক

এদিন উত্তর ২৪ পরগনার হাবড়ার কাশীপুর এলাকায় উৎসাহের ফেরিওয়ালার তরফে এমনই এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল। ছোট ছোট স্কুল পড়ুয়া শিল্পীরা শিখলেন কিভাবে তৈরি করতে হয় কাগজের ব্যাগ, আর তাতেই মনের মতো রংয়ের রাঙিয়ে তাকে করে তোলা যায় আকর্ষণীয়। প্রয়াত শিল্পী সমরজিৎ বিশ্বাস চাইতেন হাবড়ার কুমড়ো কাশিপুরের নতুন প্রজন্ম যেন বেড়ে ওঠে শিল্পের পরিবেশ নিয়ে। বাবার সেই ইচ্ছাকে মান্যতা দিতেই আজ ছেলে শুভ্রজিৎ শুধু চিত্রশিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করেছে তাই নন, এলাকার ছোট ছোট কচিকাচাদের মনেও শিল্প সৃষ্টির বীজ বপন করছেন। প্রতিবছরই শিল্পী সমরজিৎ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে শিল্পের কর্মশালার মাধ্যমে তাঁকে স্মরণ করতে উদ্যোগ নেন শুভ্রজিত ও উৎসাহের ফেরিওয়ালার সকল সদস্যরা।

advertisement

আরও পড়ুন: রান্নায় অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছেন? সহজ উপায়ে ঝট-পট কমিয়ে ফেলুন! জানুন

View More

এদিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৬০ জন নানা বয়সের শিল্পীরা। এত অল্প বয়সে সন্তানদের শিল্পের চেতনাতে উদ্বুদ্ধ করা এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে সাধারণ পথ চলতি বহু মানুষও। ছোট থেকে শিল্পভাবনার বোধ তৈরি হলে, নতুন প্রজন্ম হবে সৃষ্টিশীল বলেও আশা এক অভিভাবকের। নিজে হাতে কাগজের ব্যাগ বানিয়ে তার উপর ছবি আঁকতে পেরে খুশি ছোট ছোট শিল্পীরাও। পাশাপাশি এই কর্মশালার মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কিভাবে তৈরি করা যায় আকর্ষণীয় কাগজের ব্যাগ, দেখল কচিকাঁচারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল