এই স্কুলেই তৈরি হয়েছে সিড ব্যাঙ্ক। সেখান থেকেই তৈরি হচ্ছে বীজ বোমা। নদিয়ার রাণাঘাটের রামনগর এলাকার মিলনবাগান শিক্ষা নিকেতনের শিক্ষকদের উদ্যোগে স্কুলেই তৈরি করা হয়েছে সিড ব্যাঙ্ক বা বীজ সংরক্ষণ কেন্দ্র। জেলায় প্রথমবার এই স্কুলই নিয়েছে এমন অভিনব উদ্যোগ। স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্য দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে। শুধু সিড ব্যাঙ্ক তৈরি করাই নয়, ছেলেবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্য দিয়ে সিড বল প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ South 24 Parganas News: বাচ্চা কোলে গ্রামে গ্রামে ঘুরছে ট্রাফিক গার্ডের ওসি! কারণ জানলে অবাক হবেন
মূলত এঁটেল মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতো রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী মিলে ২ হাজারের উপর বীজ বোমা তৈরি করে ফেলেছে। স্কুলেই সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।
Mainak Debnath