TRENDING:

Nadia News: স্কুলের মধ্যেই তৈরি হচ্ছে বোমা! অবাক কান্ড নদিয়ায়!

Last Updated:

Nadia News: নদিয়ার স্কুলেই তৈরি হচ্ছে বোমা। তবে প্রাণঘাতী নয়! নতুন প্রাণের সঞ্চার ঘটে এই বোমায়। কি অবাক হচ্ছেন? না এটাই সত্যি। এ বোমা এক অন্য বোমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: নদিয়ার স্কুলেই তৈরি হচ্ছে বোমা। তবে প্রাণঘাতী নয়! নতুন প্রাণের সঞ্চার ঘটে এই বোমায়। কি অবাক হচ্ছেন? না এটাই সত্যি। তবে এই বোমা যেমন তেমন বোমা নয় বীজ বোমা। ভাবছেন বীজ বোমা আবার কী? সরচরাচর আমরা বোমা বলতে প্রথমই আঁতকে উঠি। তবে স্কুলে বোমা তৈরি হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়। বীজ থেকে তৈরী হয় গাছ। পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ রানাঘাটের স্কুলের।
advertisement

এই স্কুলেই তৈরি হয়েছে সিড ব্যাঙ্ক। সেখান থেকেই তৈরি হচ্ছে বীজ বোমা। নদিয়ার রাণাঘাটের রামনগর এলাকার মিলনবাগান শিক্ষা নিকেতনের শিক্ষকদের উদ্যোগে স্কুলেই তৈরি করা হয়েছে সিড ব্যাঙ্ক বা বীজ সংরক্ষণ কেন্দ্র। জেলায় প্রথমবার এই স্কুলই নিয়েছে এমন অভিনব উদ্যোগ। স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্য দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে। শুধু সিড ব্যাঙ্ক তৈরি করাই নয়, ছেলেবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্য দিয়ে সিড বল প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।

advertisement

আরও পড়ুনঃ South 24 Parganas News: বাচ্চা কোলে গ্রামে গ্রামে ঘুরছে ট্রাফিক গার্ডের ওসি! কারণ জানলে অবাক হবেন

মূলত এঁটেল মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতো রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী মিলে ২ হাজারের উপর বীজ বোমা তৈরি করে ফেলেছে। স্কুলেই সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: স্কুলের মধ্যেই তৈরি হচ্ছে বোমা! অবাক কান্ড নদিয়ায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল