TRENDING:

Child stole from Medical College: মেডিক‍্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?

Last Updated:

Child stole from Medical College: শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বর্ধমান মেডিক‍্যালের আউটডোরে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বর্ধমান মেডিক‍্যালের আউটডোরে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের যাবতীয় সিসিটিভির ফুটেজ।
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?
advertisement

হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, ‘এমন ঘটনার কথা জানা নেই।’ ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর  অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে। আউটডোরের শিশু বিভাগে শিশুপুত্রটিকে এদিন মা সেলেফা খাতুন চেক আপের জন্য নিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন সেলেফার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল সেখ ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেকআপ করার কথা ছিল।চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক-আপ হয়নি। প্রসূতি বিভাগের আউটডোরের বারান্দায় সেলেফা খাতুন ও তাঁর মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন।

advertisement

আরও পড়ুনঃ অবিশ্বাস্য! দাউ দাউ করে পুকুরে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢাকলো গোটা গ্রাম, ছুটে এল পুলিশ-দমকল

অভিযোগ, সেই সময় হলুদ রঙের চুড়িদার পরা এক মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ের মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল সেখকে ফোন করে বিষয়টি জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের জাগ্রত কালীপুজো, সিদ্ধিকালী গ্রামের মা সিদ্ধেশ্বরী সবাইকে আগলে রাখেন, বিপদে ঢাল
আরও দেখুন

ঘটনার খবর চাউর হতেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনেরা বলছেন, আত্মীয় এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক বিষয়। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্হা আরও জোরদার করা প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child stole from Medical College: মেডিক‍্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল