জানা যায়, স্কুল চলাকালীন শিক্ষিকার অলক্ষ্যে আড়াই বছরের শিশু পড়ুয়া স্কুল থেকে একা বেরিয়ে চলে যায় বাস রাস্তার ওপর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুর্ঘটনার হাত রক্ষা পায় শিশুটি। মহিষাদলের এক ICDS স্কুলের ঘটনা। ঘটনাকে ঘিরে জোর শোরগোল মহিষাদলে।
আরও পড়ুন: চাকরি হারিয়ে এবার অনশনে শিক্ষকরা! সকলের আগে এগিয়ে এলেন কে? কী তাঁর পরিচয়, কোন স্কুলের শিক্ষক?
advertisement
মহিষাদলের সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের স্কুল চলাকালীন আড়াই বছরের এক শিশু পড়ুয়া বাস দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। রক্ষা পেলো স্থানীয়দের সহযোগিতায়। মহিষাদলের তেরপেখ্যার ICDS স্কুল বা স্টেট প্ল্যান অঙ্গনওয়াড়ী শিশু কেন্দ্রের ঘটনা। স্নিগ্ধা সাউ নামে আড়াই বছরের ওই শিশু পড়ুয়াকে রাস্তার পাশে থাকা লোকজনই উদ্ধার করে। শিশুর বাড়ির লোকের অভিযোগ, স্কুল চলাকালীন কীভাবে বাচ্চা বাস রাস্তায় বেরিয়ে গেল। সামনে বাস এসে গিয়েছিল। স্থানীয় দোকানদাররা দেখে বাচ্চাটিকে উদ্ধার না করলে কী হত?
জানা গিছে, অঙ্গনওয়াড়ী স্কুলে দুজন দায়িত্বে ছিলেন। অঙ্গনওয়াড়ী শিক্ষিকা অলকা অধিকারী টয়লেটে গিয়েছিলেন বলে জানান। প্রশ্ন, ঘটনার সময় অপর সহায়িকা রীনা হাজরা কোথায় ছিলেন? অঙ্গনওয়াড়ী কর্মী অলকা অধিকারী বক্তব্য স্কুলের এক স্টুডেন্টের টয়লেট পরিষ্কার করতে এক অভিভাবক গেট খুলে ভেতরে আসে আর ওই সময় ছোট্ট স্নিগ্ধা আমাদের নজর এড়িয়ে বাস রাস্তায় চলে যায়।
ঘটনাকে ঘিরে হইচই শুরু হয়েছে। ঘটনার কথা জেনে ব্লক আধিকারিকরা স্কুলে আসেন।