পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপদানি আটা রোডের বাসিন্দা জুঁই দেবী। স্বামী ও চারমাসের সন্তানকে নিয়ে বাজারে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই একটি দোকানে শাঁখা পরতে ঢোকেন তিনি। কিন্তু ভিড়ে কোলের ছেলেকে নিয়ে শাখা পরতে অসুবিধা হচ্ছিল তাঁর। সেই সময়ই এক মহিলা এগিয়ে এসে জুঁই দেবীর থেকে তাঁর ছেলেকে নিজের কোলে নিয়ে নেন। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার নাম কুসুম রায়।
advertisement
আরও পড়ুন: হেলমেট ছাড়া কলকাতায় বাইক চালানোর দিন শেষ! সাবধান, বেনজির 'শাস্তি' হবে এবার
জুঁই দেবীর অভিযোগ, কোলে করেই তাঁর সন্তানকে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান কুসুম রায়। তারপরও বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গেই ছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎই বাজার থেকে ফেরার সময় হঠাৎ তাঁদের থেকে সামনে থেকে বেরিয়ে কুসুম শিশুটিকে নিয়ে অন্যদিকে বেরিয়ে যান। এরপরই একটি টোটোতে উঠে উধাও হয়ে যান ওই মহিলা। সন্তানকে খুঁজে না পেয়ে চাঁপদানি থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা।
আরও পড়ুন: পুরভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ? তৃণমূলের শীর্ষ মহল থেকে যে নির্দেশ গেল জেলায়-জেলায়...
এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে মহিলাকে চিহ্নিত করে। এলাকার মানুষজনের মধ্যেও অনেকে মহিলাকে শনাক্ত করেন। শেষে পুলিশ খোঁজাখুঁজি করছে খবর পেয়ে শিশুটিকে কোলে নিয়ে ফাঁড়িতে হাজির হন ওই মহিলা। শেষমেশ বিকেলে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে শিশুকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে।