ঘটনাটি বনগাঁ হাসপাতালের, শিশুটির বাড়ি বনগাঁ প্রতাপনগর দাসপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, সামান্য এলার্জির সমস্যা নিয়ে রবিবার সকাল এগারোটা নাগাদ বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে। দেখা মাত্রই শিশুটিকে ভর্তি নিয়ে নেয় ডাক্তার । শিশুটির বাবা চিরঞ্জিৎ দাস জানান, হাসপাতালে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুটি রাত তিনটে নাগাদ শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্স এবং আয়াদের শিশুর মা ডাকলে তাকে বলে মাথায় জল পট্টি দিয়ে রাখুন ঠিক হয়ে জাবে। পরবর্তী সময় ভোর চারটে নাগাদ শিশুটি মারা যায়।
advertisement
হাসপাতালের নার্স এবং আয়াদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে শিশুর পরিবার। অভিযোগ সময়ে চিকিৎসা পেলে তাকে বাঁচানো যেত হয়তো। গাফিলতির জেরে মারা গেল শিশুটি। আয়া এবং নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন হাসপাতালের সুপারের কাছে। সুপার আশ্বস্ত করেন তদন্ত করে দেখা হবে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তরা শাস্তি পাবে।