আরও পড়ুনঃ Law পড়ছেন? কীভাবে সরকারের আইনজীবী হবেন, বেতন কত? কী কী সুযোগ-সুবিধা পাবেন জানুন
বছরের বিভিন্ন সময় তারা ছৌ নৃত্যের অনুষ্ঠান করে থাকেন। সারাদিন এরা বিভিন্ন জায়গায় ডিউটি করেন। এরই পাশাপাশি তালিম নেন ছৌ নৃত্যের। নিজেদের শিল্পকলাকে কোনওভাবেই নষ্ট হতে দেননি এই সিভিক ভলেন্টিয়াররা। শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখে প্রতিনিয়ত নিজেদের কর্মযজ্ঞে মগ্ন থাকেন তারা। এই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা যাতে নিজেদের শিল্পকলাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য তাদেরকে সমস্ত দিক থেকেই উৎসাহিত করেন বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী। তিনি সম্পূর্ণভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতা করে চলেন। থানায় যে কোনও অনুষ্ঠানে বরাবাজার থানার এই সিভিক ভলেন্টিয়ারের ছৌ নাচের টিম নৃত্য পরিবেশন করে থাকেন।
advertisement
এ বিষয়ে ছৌ নৃত্য দলের সিভিক ভলেন্টিয়াররা বলেন , কাজের পাশাপাশি তারা নিজেদের শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন। বিভিন্ন সময়ে তারা অনুষ্ঠানের ডাক পেয়েও যেতে পারেন না কাজের চাপ থাকলে। তবুও তারা সমস্ত দিক থেকেই চেষ্টা করে চলেছেন এই নৃত্যকে টিকিয়ে রাখার। থানার পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পান তারা।
মনের ইচ্ছা শক্তি যদি প্রখর থাকে তাহলে সমস্ত প্রতিকূলতাকেই হার মানিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। তাই হাজারও কর্মব্যস্ততার মাঝে ছৌ নৃত্যশিল্পকে এগিয়ে নিয়ে চলেছেন বরাবাজার থানার এই সিভিক ভলেন্টিয়াররা। তাদের কর্মকাণ্ডে গর্বিত গোটা জঙ্গলমহল।
শর্মিষ্ঠা ব্যানার্জি