সূর্যের আরাধনা অত্যন্ত সুপ্রাচীন। অতীতে লাতিন আমেরিকার ইনকা সভ্যতায় সূর্যকে-ই সর্বশক্তিমান ঈশ্বর ধারণা করে তার পুজো করা হত। তবে কেবল সেখানেই নয়। সূর্য উপাসনা এদেশেও কম প্রাচীন নয়। ঋগ্বৈদিক মতে, সূর্য ও তাঁর পত্নী ঊষা অন্যতম প্রধান দেবদেবী। আবার সূর্যকে মনে করা হয় পৃথিবীর সমস্ত প্রাণের উৎস। তাই জীবনের ধারা অব্যাহত রাখতেই চৈত্র এবং কার্তিক মাসের (মূল এটাই) শুক্লাষষ্ঠীতে নানারকম ফল, ঠেকুয়া, পায়েস ইত্যাদি নিবেদন সহকারে ‘সূর্য-ষষ্ঠী’ ব্রত পালন করা হয়ে আসছে সেই আদিযুগ থেকেই। এই ষষ্ঠী অপভ্রংশে ‘ছট্’ বা ‘ছঠ’ এ পরিণত হয়েছে।
advertisement
আরও পড়ুন: কার পাঞ্জায় কত জোড়! হয়ে গেল এক হাত! বাহুবল পরখ করলেন এক ঝাঁক যুবক যুবতী
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছট পুজো উপলক্ষে ঘাটে ঘাটে মোতায়েন আছে পুলিশ প্রশাসন ও নৌকা থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন আছে তারা।
মুলত, ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পুজো সূর্য ও তার পত্নী ঊষা যিনি ছোটী মাঈ নামে পরিচিত, তাঁর প্রতি সমর্পিত হয়। ছট পুজোতে সূর্য ও ছোটী মাঈ-কে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের জন্য কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পুজো করা হয় না সূর্য এই পুজোর প্রধান আরাধ্য দেবতা। যাতে মেতে ওঠেন সকলেই। তাই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুর, রঘুনাথগঞ্জ ও ফরাক্কা থেকে জিয়াগঞ্জ সহ জেলার বিভিন্ন গঙ্গার ঘাটে চলছে ছট পুজো।
কৌশিক অধিকারী