১৯৮৫ সালে স্থাপিত হয় এই সূর্য মন্দির। সেই সময় মাটির সূর্যদেবের মূর্তি তৈরি করে ছট পুজো করা হত। পরবর্তীতে ভক্তদের উদ্যোগে মন্দির সংস্কার করে সূর্যদেবের স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই কারণে বহু মানুষ এই মন্দিরে ছট উৎসব পালন করেন।
আরও পড়ুনঃ ছট পুজো ঘিরে অগ্নিমূল্য ফল, হাত দিলেই ছ্যাঁকা! কোন কোন ফলের দাম আকাশছোঁয়া? কিনতে যাওয়ার আগে জানুন
advertisement
এই বিষয়ে মন্দিরের পূজারী অমরেশ ঝাঁ বলেন, ছট পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। মানুষের ভক্তির সঙ্গে মিশে রয়েছে এই পুজো। আগে এখানে মাটির মূর্তি প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে সূর্য মন্দিরে স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। পুরুলিয়া জেলায় এই একটিই প্রতিষ্ঠিত সূর্য মন্দির রয়েছে।
ছট পুজো কমিটির এই প্রসঙ্গে সদস্যরা বলেন, এইদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। পুরুলিয়া পুরসভা, পুরুলিয়া থানা- সকলেই সহযোগিতা করছেন। সমস্ত ব্যবস্থাপনার উপর তাঁদের নজরদারি রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন জায়গায় ছট পুজো পালিত হতে দেখা যাচ্ছে। শহর থেকে গ্রাম, সর্বত্র ছট পুজোর আমেজ। সব জায়গাতেই ছট ব্রতীদের যথেষ্ট ভিড় চোখে পড়ছে।





