এ বিষয়ে ব্রতীরা জানান , সুবর্ণরেখা নদীতে প্রচুর ভক্তের সমাগম হয়। পরিবারের মঙ্গল কামনায় ছট ব্রত করে থাকেন তারা। ছট উৎসবে এই এলাকা মিলন মেলায় পরিণত হয়। তাই প্রতিবছরই এই নদী ঘাটে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মত। ঝাড়খন্ড , বিহারের পাশাপাশি বাংলাতেও ছট পুজোর যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। তাই সমস্ত ধর্মের মানুষেরাই এই উৎসবের শামিল হন।
advertisement
আরও পড়ুন: মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন দারুণ গয়না! কোথায় পাবেন? জানুন বিস্তারিত
এই ছট ঘাটে উপস্থিত ছিল পঞ্চায়েত কর্মী ও সদস্যরা। এ বিষয়ে তুলিন গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ মাহাত বলেন, সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন করতে সমস্ত দিক থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে। পুলিশ প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে তাদের।
সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদার সুবর্ণরেখা নদী ঘাটে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যাতে সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন হয়। দুই রাজ্যের মিলন মেলায় আনন্দে মেতে উঠেছিল দর্শনার্থীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি