TRENDING:

Chhath Puja 2024: পুরুলিয়ায় ছট পুজোর এক অন্য ছবি দেখা গেল! জানলে অবাক হবেন

Last Updated:

Chhath Puja 2024: অন্যরকম ছট উৎসবে মেতেছে দুই রাজ্যের মানুষ! অদ্ভুত দৃশ্য পুরুলিয়ায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : এ যেন এক অন্যরকম ছট উৎসব পালিত হল পুরুলিয়ার ঝালদায়। শুধু ছট নয় দুই রাজ্যের মিলন মেলায় পরিণত হয়েছিল এই ছট ঘাট। ‌নদীর এপার-ওপারে মানুষ মিলেমিশে একত্রিত হয়ে পালন করলেন ছট উৎসব। ঝালদা তুলিন সুবর্ণরেখা নদী। এপারে পশ্চিমবঙ্গ ওপারে ঝাড়খন্ড। দুই রাজ্যের মাঝে রয়েছে এই সুবর্ণরেখা নদী। ছট পুজো উপলক্ষে এই নদীতে দুই রাজ্যের মানুষই একত্রিত হয়েছিল। ছটের পাশাপাশি দুই রাজ্যের মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল ঝালদা সুবর্ণরেখা নদী ঘাট।
advertisement

এ বিষয়ে ব্রতীরা জানান , সুবর্ণরেখা নদীতে প্রচুর ভক্তের সমাগম হয়। পরিবারের মঙ্গল কামনায় ছট ব্রত করে থাকেন তারা। ছট উৎসবে এই এলাকা মিলন মেলায় পরিণত হয়। তাই প্রতিবছরই এই নদী ঘাটে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মত। ঝাড়খন্ড , বিহারের পাশাপাশি বাংলাতেও ছট পুজোর যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। তাই সমস্ত ধর্মের মানুষেরাই এই উৎসবের শামিল হন।

advertisement

আরও পড়ুন: মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন দারুণ গয়না! কোথায় পাবেন? জানুন বিস্তারিত

এই ছট ঘাটে উপস্থিত ছিল পঞ্চায়েত কর্মী ও সদস্যরা। এ বিষয়ে তুলিন গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ মাহাত বলেন, সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন করতে সমস্ত দিক থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে।‌ পুলিশ প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে তাদের।

advertisement

View More

সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদার সুবর্ণরেখা নদী ঘাটে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যাতে সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন হয়। দুই রাজ্যের মিলন মেলায় আনন্দে মেতে উঠেছিল দর্শনার্থীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2024: পুরুলিয়ায় ছট পুজোর এক অন্য ছবি দেখা গেল! জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল