দাবা এমন একটি খেলা যেখানে একই প্রতিযোগিতার মঞ্চে শিশু-বৃদ্ধ একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে। এতে দুই প্রতিদ্বন্দীর মধ্যে বয়সের বিশাল ব্যবধান দৃশ্যমান হলেও এই নবীন- প্রবীণ এর লড়াইয়ে অনেক বেশি অভিজ্ঞতার সঞ্চয়ের সুযোগ পেয়ে থাকে ছোটরা। হয়ত জয়ের দিকে বেশি এগিয়ে থাকে প্রবীণ। একাধিকবার লড়াই শেষে খুদে খেলোয়াড় পরাজিত করেছে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ প্রতিদ্বন্দ্বীকে। তার যে আনন্দ, পরাজয় স্বীকার করেও নবীনকে স্বাগত জানাতে অনেক সময় প্রবীণ খেলোয়াড় নবীনকে বুকে জড়িয়ে নিতেও দেখাযায়।
advertisement
একই মঞ্চে নবীন প্রবীণ খেলার সুযোগ হাতছাড়া করতে নারাজ দাবাড়ু’রা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ‘ থিয়েটার রিধিম ‘ নাট্যগোষ্ঠীর উদ্যোগে বেলগাছিয়া ‘ মোহনা’ য় এবার চতুর্থ বর্ষে সারা বাংলা দাবা প্রতিযোগিতা আসর বসে। বিভিন্ন বিভাগে ৭ বছর বয়স থেকে শুরু করে সিনিয়র প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
আরও পড়ুনঃ আসন্ন সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা! বাদ গেলেন মহাতারকা, একাধিক চমক!
এই প্রতিযোগিতা প্রসঙ্গে তৃতীয়বার কমনওয়েলথ চ্যাম্পিয়ন দিলীপ দাস জানান, প্রবীণরা অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ছোটদের হারাতে বেশ বেগ পেতে হয়। প্রতিযোগিতার উদ্যোক্তারা জানান, আরওবেশি করে দাবা খেলায় মানুষকে উদ্বুদ্ধ বিশেষ করে নতুন প্রজন্মের এই খেলায় আগ্রহ বাড়াতে নাট্যগোষ্ঠী থিয়েটার রিধিমের পরিচালনায় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দারুন আগ্রহ দেখা যায় সমস্ত বয়সের খেলোয়াড়দের মধ্যে। এ কারণে আমদের আরও বেশি করে উৎসাহ যোগায়।
রাকেশ মাইতি