নীল পাঞ্জাবির সঙ্গে সাদা চোস্ত। কলকাতা থেকে জঙ্গলমহলের দিকে ছত্রধর। লোধাশুলি। ঠিক একদশক পর নিজের মাটিতে ভূমিপুত্র। এদিন ছত্রধরের জন্যই সেজেছিল জঙ্গলমহল। তাঁকে স্বাগত জানতে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি। রাস্তাতেই সংবর্ধনা।
আরও পড়ুন - কতটা তৈরি ইডেনের ইন্ডোর হঠাৎ পরিদর্শনে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ, দিলেন ধমকও
গাড়ি করে লালগড় সেতু পর্যন্ত। পায়ে হেঁটে গ্রামে ঢুকলেন দু’হাজার আট সালে শালবনি বোমা মামলা থেকে মুক্ত ছত্রধর মাহাত। রাজ্যে প্রথম ইউএপিএ মামলায় দোষী সাব্যস্ত তাঁর ছেলে। দু’হাজার আট সালে শালবনি বোমা বিস্ফোরণে গ্রেফতার করা হয়েছিল ছত্রধরকে। গত বছর তাঁর সাজা মকুব করে আদালত। দশ বছরের জন্য সাজা ঘোষণা করা হয়েছিল। সেই সাজাও শেষ ছত্রধরের। ছেলের মুক্তির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ছত্রধরের মায়ের।
advertisement
রাজ্যের অন্য পুরসভার সঙ্গে ভোট হবে ঝাড়গ্রামে। তার আগে জঙ্গলমহলে ফিরলেন ছত্রধর। দাবি করলেন, উন্নয়নের জন্য আরও কাজ করতে চান। স্পষ্ট না করলেও, ইঙ্গিত তাঁর নেত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই।