একপ্রকার জনপ্লাবন দেখা যায়। এই এলাকার চড়ক খুবই জনপ্রিয়।তাই দূর-দূরান্ত থেকেই বহু ভক্তের সমাগম হয় এই মেলায়। সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন বহু মানুষ। বছরের এই সময় যেন মিলন উৎসব হয়ে ওঠে বুধপুর শিব মন্দির প্রাঙ্গণ।
advertisement
একইভাবে চড়ক উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা পাহাড়তলী। প্রতিবছরের মত এ-বছরও চড়কে বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়তলীতে অবস্থিত লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল। এই মন্দির দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় করে। শুধু এই রাজ্য নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু মানুষের সমাগম হয় এই উৎসবে। উৎসবমুখী হয়ে ওঠে চারিদিক। মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই উৎসব।
হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম উৎসব গাজন। শিবের উপাসনা করা হয় এই উৎসবে। গ্রাম বাংলায় অতি জনপ্রিয় গাজন উৎসব। ৮ থেকে ৮০ সকলেই মেতে ওঠেন এই পরবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি