TRENDING:

Scam| Bangla News|| নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তোলপাড় নেটদুনিয়া, কী বললেন কুণাল ঘোষ? শোরগোল জয়নগরে

Last Updated:

Kunal Ghosh: ২০০০ সালে বেআইনী নিয়োগ নিয়ে জয়নগর মজিলপুর পুরসভার বিরুদ্ধে তোপ তৄণমুলের মুখপাত্র কুনাল ঘোষের ৷ তিনি এর তদন্তও দাবী করেছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই সরগরম জয়নগর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের জয়নগর মজিলপুর পুরসভার নিয়োগ দুর্নীতির পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জয়নগরে। ২০০০ সালে বেআইনি নিয়োগ নিয়ে জয়নগর মজিলপুর পুরসভার বিরুদ্ধে তোপ তৄণমুলের মুখপাত্র কুণাল ঘোষের৷ তিনি সেই তদন্ত দাবি করেছেন৷ এই ঘটনাকে কেন্দ্র করেই সরগরম জয়নগর৷
advertisement

অভিযোগ, ২০০০ সালে বামফ্রন্ট সরকারের সময়ে সিপিআইএমের সুপারিশে তৎকালীন কংগ্রেস পুরবোর্ড ৩০ জনকে নিয়োগ করে বলে অভিযোগ৷ তারা সকলেই ক্যাজুয়াল স্টাফ ছিলেন৷ অধিকাংশই অবশ্য অবসর করে গিয়েছেন৷ যারা এখনও কর্মরত তাদের মধ্যে জয়দেব দাস ও সাবির আহমেদ জানান সরকারি নিয়ম মেনেই তাদের এই নিয়োগ হয়েছিল৷ কোনও দুর্নীতি হয়নি। জয়নগর মজিলপুর পুরসভার তৎকালীন পুরপ্রধান প্রশান্ত সরখেল৷ কুণাল ঘোষের তোলা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তিনি ৷

advertisement

আরও পড়ুনঃ আছড়ে পড়ল কালবৈশাখী! শুরুর আগেই উল্টে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির তাঁবু

২০২২ সালে এ বারই প্রথম পুরবোর্ড নিজেদের দখলে নিয়ে আসে তৃণমূল৷ বর্তমান পুরবোর্ডের চেয়ারম্যান সুকুমার হালদার অবশ্য জানান, এই বিষয় নিয়ে তার কিছু জানা নেই৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ, অভিযোগ করেছেন তা খতিয়ে দেখা হোক বলে জানিয়েছেন তিনি৷ যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম৷ জয়নগর সিপিএমের এরিয়া কমিটির সদস্য পুলক বসু পাল্টা কুণাল ঘোষের প্রতি কটাক্ষ ছুঁড়ে বলেছেন তিনি যেন পড়াশুনো করে যে কোনও বিষয়ে কথা বলেন ৷

advertisement

একই সঙ্গে তার বক্তব্য কোনও দুর্নীতি হলে তার তদন্ত হোক৷ সিবিআই, ইডি যে কোনও তদন্ত হলেও তাদের কোনও সমস্যা নেই৷ এই বিষয়ে সিপিআইএম নেতা পুলক বসু আরও বলেন, বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার জড়িত এটাই পরোক্ষভাবে স্বীকার করলেন কুণাল ঘোষ৷ স্বাধীনতার পর থেকে জয়নগর মজিলপুর পুরসভা কোনওদিন বামেদের দখলে ছিল না বলেও জানান তিনি৷ এ বিষয়ে তদন্তে চেয়ে আদালতে যাওয়া উচিত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam| Bangla News|| নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তোলপাড় নেটদুনিয়া, কী বললেন কুণাল ঘোষ? শোরগোল জয়নগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল