জানা যাচ্ছে, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মোটাবাঁধা গ্রাম নিবাসী ভারতী পাতন নামে এক নাবালিকা পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবার তাঁকে সেই রাজ্যের চাকুলিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে চাকুলিয়া থেকে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল তাঁকে এখানে আনা হয়।
advertisement
পরিবারের অভিযোগ, অসুস্থ নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়নি। আজ দুপুর নাগাদ ভারতীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষমেষ বছর ১৭-এর এই নাবালিকার মৃত্যু হয়। এরপরেই পরিবারের সদস্যরা হাসপাতালে উপর চড়াও হন। শুরু হয় উত্তেজনা।
উত্তেজনা চরমে উঠলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ। রোগী মৃত্যু ঘিরে এদিন হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আগামীতে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।
