জানা গিয়েছে, চাঁদের মাটিতে ভারতের সাফল্যকে উদযাপন করার জন্য এদিনের এই বিনা মূল্যের ফুচকা বিতরণ। যদিও, ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ আগেই জানিয়েছিলেন, চন্দ্রযান তিন সফল ভাবে চাঁদের মাটিতে ভারতের পতাকা উড়াতে পারলেই বিনা পয়সায় ফুচকা খাওয়াবেন পবন। তার সেই প্রতিশ্রুতি সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়ে যায় ভাইরাল।
আরও পড়ুন:
advertisement
আরও পড়ুন: এই জলে ডুব দিলেই সন্তান-লাভ! রোগ মুক্তি! কেদার ভুড়ভুড়ি-তে ভক্তদের ভিড়! অলৌকিক ঘটনা
আর তাই দেশের সাফল্যকে তুলে ধরতে পাশাপাশি ভারতের এই জয়ের আনন্দকে ভাগ করে নিতেই ক্রেতাদের বিনা মূল্যে ফুচকা খাওয়ালেন, পেশায় ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ। শুধু ক্রেতারাই নয়, এদিন যারাই এসেছেন সকলেই পেলেন ফ্রি তে ফুচকা। মনের সাধ মিটিয়ে ফুচকা খেলেও দিতে হল না কোনও টাকা। ভিড় জমে যায় স্টেশন চত্বরে থাকা পবনের ফুচকার স্টলে। লাইন দিয়ে ফ্রি তে ফুচকা খেতে দেখা যায় সকলকে। ৫০০০ ফুচকা এদিন ফ্রিতে খাওয়ানো হয় বলেই জানান বিক্রেতা পবন কুমার সাউ।
Rudra Narayan Roy





