TRENDING:

Chandrayaan-3: বাবার মৃত্যুতে আটকে যায় বিদেশি ডিগ্রি! আজ সে ভারতের চাঁদ ছোঁয়ার নেপথ্যের ‘হিরো’

Last Updated:

Chandrayaan-3: দক্ষিণ বাঁকুড়ার মহকুমা শহর খাতড়া। খাতড়ার বাসিন্দা সৌম্য সেনগুপ্ত ভারতের সফল চন্দ্র অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: যত দিন যাচ্ছে সফল চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে যুক্ত বাঁকুড়ার সন্তানদের নাম উঠে আসছে। এই এক এক করে বাঁকুড়া থেকে প্রায় ৪ জন কৃতির নাম উঠে এসেছে। দক্ষিণ বাঁকুড়ার মহকুমা শহর খাতড়া। খাতড়ার বাসিন্দা সৌম্য সেনগুপ্ত ভারতের সফল চন্দ্র অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌম্য বর্তমানে চণ্ডীগড় সেমি কনডাক্টর ল্যাবরেটরিতে কর্মরত। সেমি কনডাক্টর ল্যাবরেটরির মূল কাজ হল, ইসরোকে কনডাক্টর যন্ত্রাংশ সরবরাহ করা।
advertisement

আরও পড়ুনঃ বারুদের মধ‍্যে মৃতদেহের স্তূপ! প্রিয়জনদের হারানোর হাহাকার, হাড়হিম সব ছবি…

বাঁকুড়ার খাতড়ার সৌম্য সেনগুপ্ত চন্দ্রযানের জন্য ‘অনবোর্ড প্রসেসর’ বা রকেটে থাকা কম্পিউটার চিপ তৈরি করেছেন। এই চিপগুলির মূল কাজ হল রকেটের গতিবিধি নিয়ন্ত্রণ করা। চন্দ্রযান ২ এবং চন্দ্রযান ৩ এই দুই মিশনেই জড়িয়ে রয়েছে সৌম্যর পরিশ্রম। বর্তমানে সৌম্য তাঁর মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে চণ্ডীগড় থাকেন।

advertisement

View More

সৌম্যর এই সাফল্যে উচ্ছ্বসিত পুরো খাতড়া মহকুমার বাসিন্দারা। ছোটবেলা থেকেই মেধাবী সৌম্য খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দুর্গাপুর এ-জোন বয়েজ হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর স্নাতক ডিগ্রি শেষ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ধানবাদের ‘ইন্ডিয়ান স্কুল অফ মাইনস’ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরেই গবেষণার কাজ শেষ করেন ‘আইআইটি’ খড়্গপুরে। পরে পোস্ট ডক্টরেট করতে সূদর আমেরিকাতেও পাড়ি দেন তিনি। তবে তাঁর ক্যানসার আক্রান্ত বাবার আকস্মিক মৃত্যুতে তার বিদেশের ডিগ্রি তিনি শেষ করতে পারেননি। পরবর্তীতে ভারতে ফিরে ২০১৬ সালে যোগদান করেন চণ্ডীগড় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা ওই সংস্থাতে।

advertisement

ছোটবেলা থেকেই সোম্য শান্ত প্রকৃতির। সৌম্যের এই সাফল্যে খুবই উচ্ছ্বসিত পরিবারের লোকজন, তাঁর স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছোট ছোট ছাত্র – ছাত্রীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrayaan-3: বাবার মৃত্যুতে আটকে যায় বিদেশি ডিগ্রি! আজ সে ভারতের চাঁদ ছোঁয়ার নেপথ্যের ‘হিরো’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল