পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা নাজমুল খাঁ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নিজের হাতে তৈরি করছেন লাইট। বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই সেই লাইট জ্বলছে। ফলে উপকৃত হচ্ছে মানুষজন। চাহিদা বাড়ছে এই লাইটের। ছোট থেকেই তাঁর নেশা ছিল ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করার। অবশেষে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে লাইট তৈরি করে তাক লাগাচ্ছেন চন্দ্রকোনার এই যুবক।
advertisement
নাজমুল খাঁ ছোট থেকেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করার আগ্রহ দেখিয়েছেন। তিনি তার এই আগ্রহকে কাজে লাগিয়ে এখন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে লাইট তৈরি করছেন। এই লাইট শুধু একটি আলোর উৎস নয়, বরং এটি পরিবেশবান্ধবও।
নাজমুলের তৈরি লাইটের কিছু বৈশিষ্ট্য হল, এটি বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই জ্বলে। এই লাইট ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক সেই সঙ্গে পরিবেশবান্ধব। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি এই লাইট পরিবেশবান্ধব, কারণ এটি পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে না। অন্যদিকে, এটি সৃষ্টিশীল কাজ। নাজমুল খাঁর এই সৃষ্টিশীল কাজ মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। যুবকের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকাবাসী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার কাজের দ্বারা মানুষ উপকৃত হচ্ছেন। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি লাইট একটি ভাল বিকল্প আলোর উৎস হতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে এখনও। কিংবা বন্যার সময়ও দুর্দান্ত ফলপ্রসূ হতে পারে এই আলো।





