TRENDING:

Chandrakona: দীর্ঘদিনের সমস্যা সমাধানের 'পথ' খুঁজলেন গ্রামবাসীরা নিজেই, চাঁদা তুলে হল কাজ, চন্দ্রকোনায় 'বড়' মুশকিল আসান

Last Updated:

Chandrakona: বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল চন্দ্রকোনা দু'নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় নদীর উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে নৌকায় করতে হচ্ছিল ঝুঁকিপূর্ণ যাতায়াত। বাধ্য হয়ে নিজেদের টাকায় বাঁশের সাঁকো তৈরি করলেন গ্রামবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: বন্যায় ভেঙে গিয়েছিল শিলাবতী নদীর উপরের বাঁশের সাঁকো। নৌকা নিয়ে গ্রামবাসীদের নদী পারাপার করতে হচ্ছিল। যা বাচ্চা কিংবা বুড়োদের জন্যে বেশ ঝুঁকির। অবশেষ সমাধানের পথ খুঁজে বের করলেন গ্রামের মানুষেরা নিজেই। যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ টাকা ব্যয়ে তৈরি করল নদীর উপর বাঁশের সাঁকো।
শিলাবতী নদীর উপর বাঁশের সাঁকো
শিলাবতী নদীর উপর বাঁশের সাঁকো
advertisement

বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় নদীর উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো। যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ওই এলাকার কেসাডাল, পাচামি, দেওয়ান, কালিকাপুর-সহ একাধিক গ্রামের সাধারণ মানুষেরকে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকা করেই চলছিল ঝুঁকিপূর্ণ পারাপার।

আরও পড়ুনঃ রাতে কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর চড়াও! যা কাণ্ড ঘটালেন ব্যক্তি, নরেন্দ্রপুরে চাঞ্চল্য

advertisement

এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনিক দফতরে জানিয়েও হয়নি কোন সুরাহা। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এবার বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য নদীর উপর তৈরি করলেন সাঁকো। সাঁকো তৈরি করতে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়ছে বলে দাবি গ্রামবাসীর।

আরও পড়ুনঃ অটোকে ওভারটেক করতে গিয়ে কেলেঙ্কারি! সাতসকালে নয়নজুলিতে যা হল, অল্পের জন্য বহু প্রাণ রক্ষা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, ওই এলাকায় তৈরি হোক একটি কংক্রিটের ব্রিজ। তবে প্রশাসনের তরফে বারে বারে পরিদর্শন করা হলেও কবে ব্রীজ তৈরি হবে উত্তর নেই কারও কাছে। এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলক ঘোষ বলেন, দুই ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলি ভেঙে গিয়েছিল। বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে। গ্রামের মানুষের সাঁকো তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrakona: দীর্ঘদিনের সমস্যা সমাধানের 'পথ' খুঁজলেন গ্রামবাসীরা নিজেই, চাঁদা তুলে হল কাজ, চন্দ্রকোনায় 'বড়' মুশকিল আসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল