পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌর এলাকায় রয়েছে বড়মা। এই বড়মায়ের মূর্তি দেখতে জেলা ছাড়িয়ে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দিরে। মায়ের কাছে নিজেদের মনস্কামনা রাখেন। এই মন্দিরে পুরোহিত থাকে না সব দিন। তাই বড়মায়ের কাছে এসে নিজের পুজো নিজেরাই করে নেন ভক্তরা। কেবলমাত্র অমাবস্যা বা বিশেষ তিথির দিনগুলোতে পুজোর জন্য পুরোহিত থাকেন।
advertisement
কীভাবে যাবেন মায়ের মন্দির? রইল পথনির্দেশিকা…
চন্দ্রকোনার ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে নামতে হবে বাস থেকে। পূর্ব দিকে যাচ্ছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, পশ্চিম দিকে চন্দ্রকোনা রোড, মেদিনীপুর। উত্তর দিকে হুগলি, কামারপুকুর, বর্ধমান যাওয়ার রাস্তা। আর দক্ষিণ দিকে বড় মায়ের মন্দির। হালদার দিঘির মোড়ে বাস থেকে নেমে দশ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবেন কেঠিয়া নদীর পাড় সংলগ্ন এলাকায় বড় মায়ের মন্দির। পাশেই রয়েছেন ছোট মা। তবে মন্দিরে পুরোহিত থাকে না সব দিন। নিজের পুজো নিজেরাই করে নেন ভক্তরা। কেবলমাত্র অমাবস্যা বা বিশেষ কোন তিথি বা পুজোর দিনগুলোতে পুরোহিত থাকেন। পুরোহিত দিয়ে পুজো করাতে পারবেন।