TRENDING:

Khirpai Boro Maa: কালীর একি রূপ! দেখলেই গা ছমছম করবে, মন্দিরে নেই পুরোহিত, ক্ষীরপাই বড়মা-র পুজো করেন ভক্তরাই, মায়ের দর্শন করুণ

Last Updated:

Khirpai Boro Maa: চন্দ্রকোনার ক্ষীরপাই পৌর এলাকায় রয়েছে বড়মা। মায়ের রূপ দেখলেই গা ছমছম করে উঠবে। ফাঁকা জায়গায় শ্মশানের উপর তৈরি ৪৫ ফুট লম্বা কংক্রিটের বিশালাকার কালী মূর্তি। মা কালী এখানে শান্তির বার্তা নিয়ে এসেছেন। কিন্তু মূর্তি দেখলেই গা শিহরত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: কালীর একি রূপ! দেখলেই গা ছমছম করে উঠবে। কাঁটা দেবে গায়ে। ফাঁকা জায়গায় শ্মশানের উপর তৈরি ৪৫ ফুট লম্বা কংক্রিটের বিশালাকার কালী মূর্তি। কালীর এক হাতে রয়েছে পৃথিবী। আর অন্য হাতে সাদা পায়রা। বাকি দু’হাতে খড়্গ ও মুণ্ডমালা। মূর্তির আশেপাশে সর্বক্ষণ পায়রা বিচরণ করে। মা কালী এখানে শান্তির বার্তা নিয়ে এসেছেন। কিন্তু মূর্তি দেখলেই গা শিহরত হবে। ভাবছেন কোথায় এমন কালী রয়েছে। এই কালী পুজোয় একবার হলেও মায়ের দর্শন নিয়ে আসুন।
ক্ষীরপাইয়ের বড়মা
ক্ষীরপাইয়ের বড়মা
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌর এলাকায় রয়েছে বড়মা। এই বড়মায়ের মূর্তি দেখতে জেলা ছাড়িয়ে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দিরে। মায়ের কাছে নিজেদের মনস্কামনা রাখেন। এই মন্দিরে পুরোহিত থাকে না সব দিন। তাই বড়মায়ের কাছে এসে নিজের পুজো নিজেরাই করে নেন ভক্তরা। কেবলমাত্র অমাবস্যা বা বিশেষ তিথির দিনগুলোতে পুজোর জন্য পুরোহিত থাকেন।

advertisement

আরও পড়ুনঃ সারদা মাকে লুঠ করতে গিয়ে রক্তচক্ষু কালীর দর্শন রঘু ডাকাতের, সিঙ্গুরের ডাকাত কালীর ৫৫০ বছরের ইতিহাস, জানেন কীভাবে শুরু হয়েছিল পুজো?

কীভাবে যাবেন মায়ের মন্দির? রইল পথনির্দেশিকা…

সেরা ভিডিও

আরও দেখুন
মহাশ্মশানের বুকে রাজস্থানী রাজমহল! বাঁকুড়ার শতাব্দী প্রাচীন কালীপুজোয় থিমের চমক
আরও দেখুন

চন্দ্রকোনার ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে নামতে হবে বাস থেকে। পূর্ব দিকে যাচ্ছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, পশ্চিম দিকে চন্দ্রকোনা রোড, মেদিনীপুর। উত্তর দিকে হুগলি, কামারপুকুর, বর্ধমান যাওয়ার রাস্তা। আর দক্ষিণ দিকে বড় মায়ের মন্দির। হালদার দিঘির মোড়ে বাস থেকে নেমে দশ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবেন কেঠিয়া নদীর পাড় সংলগ্ন এলাকায় বড় মায়ের মন্দির। পাশেই রয়েছেন ছোট মা। তবে মন্দিরে পুরোহিত থাকে না সব দিন। নিজের পুজো নিজেরাই করে নেন ভক্তরা। কেবলমাত্র অমাবস্যা বা বিশেষ কোন তিথি বা পুজোর দিনগুলোতে পুরোহিত থাকেন। পুরোহিত দিয়ে পুজো করাতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khirpai Boro Maa: কালীর একি রূপ! দেখলেই গা ছমছম করবে, মন্দিরে নেই পুরোহিত, ক্ষীরপাই বড়মা-র পুজো করেন ভক্তরাই, মায়ের দর্শন করুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল