চন্দ্রকোনা থেকে ঘাটালগামী একটি ট্রাক দ্রুত বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জয়ন্তীপুর এলাকায় প্রথমে একটি দোকানে ধাক্কা মারে তারপর দুই পথচারীকে ধাক্কা মেরে একেবারে রাজ্য সড়কের বাইরে ছিটকে যায়। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ধাতক ট্রাক চালক এবং সঙ্গে থাকা খালাসিকেও ধরে ফেলেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে চা খেতে গিয়ে চাঞ্চল্যকর কাণ্ড! র*ক্তে ভেসে যাচ্ছে চায়ের দোকান! দোকানদারের হাতেই খু*ন…!
গাছে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে ট্রাকচালক ও খালাসিকে
ধরা পড়ার পর স্থানীয়রা বুঝতে পারেন ট্রাকচালক মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছে। এমনকি চালক নিজেও স্বীকার করেন, তিনি মদ খেয়ে রয়েছেন। আর তা শোনা মাত্রই ক্ষিপ্ত হয়ে যান জনতা। চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। গাছে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে ট্রাকচালক ও খালাসিকে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ চালক ও খালাসিকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে পুলিশের গাড়ি আটকেও বিক্ষোভ দেখান স্থানীয়রা।