TRENDING:

চন্দননগর-কলকাতা ফেরি চালু আজ থেকে, জেনে নিন সময়

Last Updated:

প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ফেরি ছাড়বে৷ তারপর ভদ্রেশ্বর তেলেনিপাড়া, চাঁপদানি, শেওড়াফুলি, বাগবাজার হয়ে কলকাতা ফেয়ারলি পৌঁছবে সাড়ে ৯টা নাগাদ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আনলক ১-এ এ বার চালু হয়ে যাচ্ছে চন্দননগর-কলকাতা ফেরি পরিষেবা৷ আজ অর্থাত্‍ বুধবার থেকেই এই ফেরি পরিষেবা চালু হল৷ প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে সাড়ে ৯টা নাগাদ কলকাতার ফেয়ারলি পৌঁছবে ফেরি৷
advertisement

প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ফেরি ছাড়বে৷ তারপর ভদ্রেশ্বর তেলেনিপাড়া, চাঁপদানি, শেওড়াফুলি, বাগবাজার হয়ে কলকাতা ফেয়ারলি পৌঁছবে সাড়ে ৯টা নাগাদ৷ চন্দননগর থেকে ফেয়ারলি পর্যন্ত ভাড়া ৬০ টাকা করা হয়েছে ফেরিতে৷ যাত্রীদের বক্তব্য, ভাড়া খানিক কম হলে একটু সুবিধা হত৷ সরকারি নির্দেশ থাকলেও, বেসরকারি বাসের সংখ্যা খুব কম৷ যদিও হুগলি জেলার বাস মালিকরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, তবে বাস খুবই কম৷ সরকারি বাসগুলিতেও বাদুড়ঝোলা ভিড়৷ করোনা মহামারির এই আবহে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের৷

advertisement

যাত্রীদের বক্তব্য, বাসগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে৷ সংক্রমণ রুখে অফিস যাওয়া মুশকিল৷ ভাড়া কিছুটা বেশি হলেও ফেরি পরিষেবায় স্বস্তিতে ও সচ্ছন্দ্যে কলকাতা যাওয়া যাবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চন্দননগর-কলকাতা ফেরি চালু আজ থেকে, জেনে নিন সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল