TRENDING:

Jagaddhatri Puja: চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছেন? বিবর্তনে ঠাসা 'এই' মণ্ডপটি মিস করবেন না, নাহলে পরে আফসোস হবে

Last Updated:

Chandannagar Jagaddhatri Puja 2025: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। রাজ্যের নানা প্রান্ত থেকে লোকজন জগদ্ধাত্রী পুজোয় ভিড় করেন এখানে। এই বছর জগদ্ধাত্রী পুজোয় লিচুতলা পুজো কমিটির থিমে বিশেষ চমক। খবরের কাগজ থেকে ডিজিটাল মাধ্যমে 'বিবর্তন'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। দুর্গাপুজোর চেয়েও জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে হয় এখানে। জগদ্ধাত্রী মায়ের জন্যই সারা বছর দিন গোনেন চন্দননগরবাসী। রাজ্যের নানা প্রান্ত থেকে লোকজন পুজোর সময় ভিড় করেন এখানে। এই বছর জগদ্ধাত্রী পুজোয় লিচুতলা পুজো কমিটির থিমে বিশেষ চমক। খবরের কাগজ থেকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে গিয়েছে খবর। সংবাদ পড়া থেকে দেখা-শোনার বিবর্তন, পুজোর থিমে তুলে ধরেছে লিচুতলা।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো
advertisement

যতদিন গিয়েছে সংবাদপত্রের জায়গা দখল নিয়েছে ডিজিটাল মাধ্যম। আগে বিভিন্ন রেল স্টেশনে ভোর হতেই দেখা যেত খবরের কাগজ নিয়ে ভেন্ডারদের তাড়াহুড়ো। সেই কাগজ পৌঁছে যেত মানুষের ঘরে ঘরে। আগে পাড়ার মোড়ে, সেলুনে, চায়ের দোকানে, মানুষ খবরের কাগজ হাতে নিয়ে বসতেন। তবে এখন চিত্রটা কিছুটা বদেছে। মানুষ বিভিন্ন সমাজমাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাই তাতেও পরিবেশন করা হচ্ছে সংবাদ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় সংবাদমাধ্যমের বিবর্তনকে তুলে ধরেছে লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটি।

advertisement

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মোক্ষম দাওয়াই! স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক, সক্রিয় হবে কমিটি

গুটি গুটি পায়ে তারা এ বছর ৮৬’তম বর্ষে পা দিয়েছে। মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে স্টেশনে ভেন্ডারদের ব্যস্ততা। সেই সমস্ত আজ অতীত। মণ্ডপের দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে সাইকেল। আগে ভোর হলেই তাতে চেপে ঘণ্টা বাজিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যেত খবরের কাগজওয়ালা। মণ্ডপের চারিপাশে বিভিন্ন সংবাদপত্রের টুকরো কোলাজ তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা।

advertisement

আরও পড়ুনঃ এক রাতে এলাকার সাত মন্দির ও তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকার সোনাদানা হাওয়া, অথৈ জলে নিরাপত্তা

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

পুজোর সদস্য অনির্বাণ মুখার্জি, শিল্পী তন্ময় হাজরা বলেন,’খবরে কাগজের মাধ্যমে মানুষ সংবাদ সংগ্রহ করতেন কিন্তু এখন মানুষের হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। পৃথিবীর সমস্ত সংবাদ এখন এক ক্লিকেই পেয়ে যাচ্ছে মানুষ। আমরা মণ্ডপে সেই বিবর্তনের বিষয়টাকে তুলে ধরেছি। সাইকেল চেপে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতেন তারা। এখন সংখ্যাটা অনেক কমেছে। আগের থেকে মানুষের সংবাদপত্র পড়ার সংখ্যাও কমছে। ভেন্ডারদের মধ্যে ব্যস্ততা কমেছে। কমেছে তাদের রোজগার। মানুষের হাতে সময় কমেছে তাই অনেকেই সংবাদপত্র পড়াও কমিয়েছেন। যদিও আগে একটা খবর পেতে অনেক দেরি হতো। কিন্তু এখন সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাচ্ছি’।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja: চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছেন? বিবর্তনে ঠাসা 'এই' মণ্ডপটি মিস করবেন না, নাহলে পরে আফসোস হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল