৩৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ১৪২ রান করে চন্দননগর বয়েজ জবাবে সাত উইকেট হারিয়ে ৩২.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিন আফ্রিকার দল। ম্যাচের সেরা হন অধিনায়ক তাহির মিয়া। তার ব্যাক্তিগত রান অপরাজিত ৮১। প্রদর্শনী মূলক এই খেলার মধ্যে দিয়ে বিদেশি দলের সঙ্গে কিভাবে খেলতে হবে এবং কিভাবে ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে হবে, সেই সমস্ত কিছু শিখেছে চন্দননগরের অনূর্ধ্ব ১৫ এর খুদে ক্রিকেটাররা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
ওয়াটারস্টোন কলেজ দলের কোচ সৌগত দাস জানান,দশ দিনের সফরে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকার এই দলটি। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে আটটি প্রদর্শনী ম্যাচ খেলছে। অনূর্ধ্ব ১৫ দলের এই খেলা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে ছেলেরা।
আরও পড়ুনঃ Virat Kohli: শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন বিরাট কোহলি! ‘কোচের’ কথায় বড় ইঙ্গিত!
চন্দননগর স্পোর্টিং এর কোচ অশোক সাহা জানান,একটা প্রদর্শনী খেলায় ছোটোরা খেলেছে। বিদেশী খেলোয়ারদের সঙ্গে খেলে নিজেদের স্কিলটাকে বাড়াতে পারবে। খেলা দেখতে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।
রাহী হালদার