বর্ধমান শহরের এই চৈত্র সেলে অংশ নেওয়া বেশ কিছু বিক্রেতার দাবি, তাঁদের প্রচুর লস হয়ে গিয়েছে। ভাল লাভের আশায় এসেছিলেন, কিন্তু সেই অর্থে কিছুই লাভ হয়নি। দোকানের টাকা কীভাবে দেবেন এখন সেই চিন্তার। জানা গিয়েছে, পুরসভার তরফে প্রত্যেক স্টলের কাছে ৮ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু বিক্রেতাদের অভিযোগ, তাঁরা পুরসভার কাছ থেকে সেই অর্থে কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। এমনকি উৎসব ময়দানে আয়োজিত এই সেল অগ্নিনির্বাপক কেন্দ্রের অনুমতি ছাড়াই চলছে।
advertisement
আরও পড়ুন: ডানা দেখতে সাপের মত! বিরল মথের খোঁজ বক্সায়
আগে এই সেল বি সি রোডে হত। তখন ব্যাপক যানজট হত। তাই যানজট নিয়ন্ত্রণের জন্য এবং ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য টাউন হল ময়দানে সেল শুরু করা হয়। তাতেই কেনাকাটায় ভাঁটা দেখা যাচ্ছে বলে অনেকের অভিমত।
চলতি ইংরেজি মাসের ১৫ তারিখ পর্যন্ত এই চৈত্র সেল চলবে বলে জানা গিয়েছে। তবে বিক্রেতাদের ধারণা শহর থেকে একটু দূরে এই চৈত্র সেলের কারণে এবছর অন্যান্য বারের তুলনায় ভিড় বেশ খানিকটা কম হচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী