এছাড়াও কৃষক সেতুর কাছে ইডেন ক্যানেলের ওপর সেতু সংস্কারের জন্যেও কেন্দ্র অর্থের অনুমোদন দিয়েছে। বর্ধমান আরামবাগ রোডে বর্ধমানে দামোদর নদের ওপর শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই প্রকল্পে এই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র।
advertisement
বর্ধমান আরামবাগ রোডে বর্ধমানের সদরঘাটে কৃষক সেতুর পাশেই হবে শিল্প সেতু রায়নার দিকে কৃষক সেতুর তিরিশ মিটার দূরে হবে শিল্প সেতু। কৃষক সেতুও থাকবে। তা মজবুত করা হবে। সব মিলিয়ে খরচ ধরা হয়েছে ৪০২ কোটি টাকা। তার মধ্যে প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
বাজেটে এই সেতুর কথা ঘোষণা হয়েছিল। টাকার বরাদ্দও হয়ে গিয়েছিল। দরপত্র ডেকে আন্তর্জাতিক সংস্থাকে বরাত দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়। তারপরেও আর্থিক অনুমোদনের জন্যে অর্থ দফতরের সবুজ সংকেত মেলেনি। এই প্রক্রিয়ার মধ্যেই রাজ্য সরকার কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো তহবিল (সিআইআরএফ) থেকে দু’টি সেতুর জন্যে ৪০১.২৪ কোটি টাকা চেয়ে কেন্দ্রের পরিবহণ দফতরে চিঠি দেয়। দিল্লির পরিবহণ দফতর ৩৪৭.১১ কোটি টাকা দেবে বলে রাজ্যের পূর্ত দফতরের সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে।
এর ফলে, দামোদরের উপর কৃষক সেতুর পাশে রায়নার দিকে যে ‘শিল্প সেতু’ তৈরির জট কাটলো বলে মনে করছে জেলা প্রশাসন ও পূর্ত দফতরের আধিকারিকরা। উল্লেখ্য, এই সেতু তৈরির কথা
২০২৪ সালের বাজেটে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার জট কাটল বলে মনে করছেন ‘শিল্প সেতুর’ সঙ্গেই ডিভিসির ইডেন ক্যানেলের উপর সেতু তৈরির জন্যেও কেন্দ্রের পরিবহণ দফতর অর্থ বরাদ্দ করেছে। আর্থিক জট কাটায় পুজোর আগেই কাজ শুরুর অনুমোদন এসে যাবে বলে আশা করছে জেলা প্রশাসন। এর মধ্যেই বর্ষায় কৃষক সেতুর ওপরের রাস্তার অনেক অংশ ভেঙে গিয়েছে। তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। খুব তাড়াতাড়ি তা সারাই করা হবে বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে।