TRENDING:

Panskura Student Death CCTV Footage: চিপস চুরির অপবাদ? কী ঘটেছিল পাঁশকুড়়ার সেই দোকানে, পড়ুয়ার মৃত্যুর পর সামনে এল সিসিটিভি ফুটেজ

Last Updated:

মোটরসাইকেল নিয়ে ওই পড়ুয়াকে ধাওয়া করে শুভঙ্কর দীক্ষিত নামে ওই দোকানদার৷ ওই ছাত্রকে ধরে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুরির অপবাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিল পাঁশকুড়ার বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্র৷ এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের আগুন ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়৷ মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে ওই ছাত্র নিজের মায়ের উদ্দেশ্যে লিখেছিল, ‘মা আমি চুরি করিনি৷’
দোকানের বাইরে পড়ে রয়েছে চিপসের প্যাকেট, সামনে সেই স্কুল প়ড়ুয়া৷ এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে৷
দোকানের বাইরে পড়ে রয়েছে চিপসের প্যাকেট, সামনে সেই স্কুল প়ড়ুয়া৷ এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে৷
advertisement

যে দোকান এই ঘটনার কথা মূল অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিত নামে এক দোকানদার৷ তিনি আবার পেশায় সিভিক ভলেন্টিয়ারও৷ যদিও এখনও ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ বরং তাঁর দোকান ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷

মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত হয়েছিল চিপসের প্যাকেট চুরির অভিযোগকে কেন্দ্র করে৷ এ দিন ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, সাইকেলে করে ওই দোকানের সামনে এসে প্রথমে দোকানদারের জন্য অপেক্ষা করে ওই ছাত্র৷ তখনই দোকানের সামনে চিপসের একটি প্যাকেটের মতো কিছু পড়ে থাকতে দেখা যায়৷ কাউকে না পেয়ে দোকানের ভিতরে ঢুকেও ব্যবসায়ীকে খোঁজে ওই পড়ুয়া৷ এর পর বেরিয়ে আসার সময় মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেটটি চোখে পড়ে তার৷ তখন সেই প্যাকেটটি তুলে নেয় সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাকি কয়েকটা দিন! শুধু হাতের ভরসায় না থেকে মাটির প্রদীপ তৈরি হচ্ছে মেশিনেও
আরও দেখুন

অভিযোগ এর পরই মোটরসাইকেল নিয়ে ওই পড়ুয়াকে ধাওয়া করে শুভঙ্কর দীক্ষিত নামে ওই দোকানদার৷ ওই ছাত্রকে ধরে চুরির অপবাদ দেন তিনি৷ কান ধরে ওই ছাত্রকে ওঠবোস করানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে বকাবকি করেন ওই ছাত্রের মা৷ মায়ের সঙ্গে বাড়ি ফেরার পরই চুরির অপবাদের অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খায় ওই ছাত্র৷ বৃহস্পতিবার সকালে তমলুক হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ এর পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panskura Student Death CCTV Footage: চিপস চুরির অপবাদ? কী ঘটেছিল পাঁশকুড়়ার সেই দোকানে, পড়ুয়ার মৃত্যুর পর সামনে এল সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল