ক্যামেরা ও আলো বসাতে যা খরচ হবে তার জন্য সাংসদ শতাব্দী রায় তার নিজের তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। কালীপুজোর আগে এই সমস্ত কাজ হয়ে যাবে বলে সিউড়ি পৌরসভার আশা। ক্যামেরা লাগানোর কাজও যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে পৌরসভা সূত্রে খবর পাওয়া গেছে।
কয়েকদিন আগে নৃশংস ভাবে রাস্তায় খুন করার ঘটনার পর সিউড়ি এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই রাস্তার মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ আসল অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করেছে। তবে এর মাঝেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাত ন’টার পরেই এলাকা নিশ্চুপ হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: ভিক্ষে করছিলেন পুলিশের বড় কর্তার অফিসের বাইরে, পরে জানা গেল মহিলা কে!
বর্তমানে সিউড়িতে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তার ব্যবস্থা নেই। সেই সমস্ত কথা ভেবেই পৌরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কালী পুজোর আগেই ৫০০টির বেশি আলো সিউড়ি শহরের বিভিন্ন রাস্তায় লাগিয়ে দেওয়া হবে বলে জানান পৌরসভার পৌরপ্রধান। এর পাশাপাশি যতগুলি সিসিটিভি লাগানো সম্ভব কালী পুজোর আগে বিভিন্ন জায়গায় সেগুলো লাগানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: প্রমথনাথ বিশীকে লেখা কবিগুরুর ১৮টি চিঠি এবার তুলে দেওয়া হল বিশ্বভারতীর হাতে
পৌরসভা সূত্রে খবর,পঞ্চায়েত থেকে যে সমস্ত এলাকাগুলি পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় আলোর অভাব রয়েছে এখনও। এর আগেও সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল আলো লাগানোর জন্য। এই বারেও সাংসদ তহবিল থেকে দেওয়া অর্থে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আলো দেওয়ার ব্যবস্থা করা হবে।
সৌভিক রায়






