এবার অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর সিবিআইয়ের। সেগুলি অনুব্রত ছাড়া তাঁর ঘনিষ্ঠ আত্মীয়র নামেও রয়েছে বলে দাবি সিবিআইয়ের৷ কোটি কোটি টাকা সায়গেলের হাতে আসত অনুব্রতর নাম করে। সেই টাকা কতগুলি অ্যাকাউন্টে রাখা হয়েছিল? জয়েন্ট অ্যাকাউন্টগুলিতে টাকা রাখা হত? নথিভুক্ত অ্যাকাউন্ট ছাড়া আরও কোনও অ্যাকাউন্টে টাকা রয়েছে? সব জানতে চায় সিবিআই।
advertisement
আরও পড়ুন- ডিভোর্স ঠেকাতে গিয়ে মৃত্যু! আদালতেই স্ত্রীর গলা কেটে নৃশংস খুন স্বামীর
আরও পড়ুন- "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!
সিবিআই সূত্রে খবর, অনুব্রতর ঘনিষ্ঠ কয়েকজন সিবিআইয়ের স্ক্যানারে। তাঁদের উপর নজর সিবিআইয়ের। যাঁদের কাছে গরু পাচারের টাকা পৌঁছেছিল, এবার সেই লিস্ট তৈরি করছে কেন্দ্রীয় সংস্থা। এমনকি যে দুটি কোম্পানির কথা জানতে পেরেছে সিবিআই, সেই কোম্পানিগুলির লেনদেনও খতিয়ে দেখবে তারা। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গেলের কল লিস্ট দেখে সিবিআই জানতে পারে গরু পাচারে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে প্রায় রোজ কথা হত সায়গেলের। কারণ সায়গেল ও এনামুল দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা। সিবিআইয়ের কাছে সায়গেলের দাবি, অনুব্রত প্রত্যক্ষভাবে এনামুলের সঙ্গে কথা বলতেন না। কিন্তু এনামুলের সঙ্গে সব ডিল করানো হত সায়গেলকে দিয়ে। অনুব্রতকে জেরা করা হলেও তিনি অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তাই এবার অনুব্রত সম্পত্তি ও অ্যাকাউন্ট বিষয়ে অনুব্রতর মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।