এখানেই দীর্ঘ কয়েক মাস মাহফুজার মোল্লা ছিলেন। মাহফুজার মোলাকে না পেয়ে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসা করে CBI আধিকারিকরা চলে যায়। CBI কালকের পর রবিবার আবার শেখ শাজাহানের বাড়িতে এবং তাঁর দ্বিতীয় বাড়িতে, যেখানে তাঁর মেয়ে থাকে, সেখানে যান।
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ, প্রথম ১০-এ বাংলার কোন কলেজ? নামটা জানলে গর্বিত হবেন
advertisement
২০২৪ সালের ৫ জানুয়ারি শেখ শাজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ED আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত শুরু করে CBI, সেই তদন্তের জন্য কালকের পর রবিবার আবার সন্দেশখালিতে CBI আধিকারিকেরা যান।
মূলত ED আধিকারিকদের উপর কারা হামলা করেছিল, হামলাকারীদেরকে কে কে ফোন করেছিল, তাদেরকে কী নির্দেশ দেওয়া হয়েছিল ফোন করে, যারা হামলা করেছিল তাদের বাড়ি কোথায়, এছাড়াও বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য সন্দেশখালির আকুঞ্জি পাড়া ও সরবেড়িয়া বাজার এলাকার শাজাহানের দুটি বাড়িতে CBI আধিকারিকেরা হানা দেন রবিবার।
অনুপম সাহা